একজন কবির জীবন
লিখেছেন লিখেছেন সাফওয়ান ১০ আগস্ট, ২০১৩, ১০:০৫:৩২ রাত
কবিদের মনে হয় নিজ জীবন বলে কিছু থাকেনা।
কবিদের অনেকগুলো চোখ থাকে -- দৃশ্যমান, আত্মিক, শাব্দিক।
কবিদের তাই ঘুম হয়না সবার মতন।
একজন কবি, আয়েশ করে দিন কাটিয়ে দিতে পারেন না।
আল মাহমুদ বলেছিলেন, কবিতা হলো ম্লান মায়ের মুখ, হাঁটুজল পানি
রুদ্র বলেছিলেন তার ভালোবাসার সময় নেই, বন্দী চোখ পাহারা দেয় খল সামাজিক নখ।
শহীদ কাদরী তেমনি চেয়েছিলেন সময়ের কাছে দু'টি অর্থ, অর্থাভাবে ক্লিষ্ট।
কবিরা তাই সম্পদশালী হন না। কবিদের চোখে থাকে চারপাশ জীবন।
সমাজের খল চোখকে পাহারা দেন একজন কবি।
কবিদের তাই প্রিয়ার সাথে বনে-বাদাড়ে ঘোরা হয়না।
সুনীলের কবিতায় তাই তিনি বলেছিলেন, যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরী ছোয়াব।
হেলাল হাফিজ বলেছিলেন, নিউট্রন বোমা চেন মানুষ চেন না?
কবিরা বোধকে নিয়ে ভাবেন, কবিদের চেতনায় সমাজ গেঁথে থাকে।
কবিরা সবাইকে বোঝেন, কবিদের কেউ বোঝেনা। কবিরা নিঃসঙ্গ, একা।
কবিরা শব্দ বুনে চলেন সমাজকে গেঁথে দিয়ে কালের কাছে ধরে দিতে।
অথচ কবিরা হারিয়ে যান এই কালের গভীরে।
বিদায়কালে কবিরা খুব ভুগতে থাকেন, যন্ত্রণায়।
সব জেনে বুঝেও তিনি হাল ছাড়েন না, সমাজকে এঁকে চলেন শব্দে।
২৪ জানুয়ারী ২০১৩, সকাল ১০:০৮
বিষয়: বিবিধ
১০১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন