রাত আজ তুমি মধ্যরাত হয়ো না (কাদের মোল্লা ভাইয়ের স্মরণে)
লিখেছেন লিখেছেন শেখ মিঠুন ১০ ডিসেম্বর, ২০১৩, ০৯:০১:১০ রাত
শেখ আবুল কাসেম মিঠুন।
দিনের প্রহরে তোমাকে বারবার বলি
হে রাত! তুমি তাড়াতাড়ি এসো,
তোমার আসার বিলম্বে
আমি কেঁদে কেঁদে মরি
তুমি এলেই আমি তাঁকে পাই
তুমি যতই গভীর হও
আমি যেন স্বর্গসুখ পাই।
আমার আত্মার ভিতর থেকে
জেগে ওঠা জিকিরের শব্দহীন
সৌরভ মেখে মেখে তুমি
ভোরের স্নিগ্ধ আলোয় মিশে যাও।
কিন্তু আজ বড় কষ্ট আমার
তুমি আজ গভীর হয়োনা
এমন পাতলা হয়ে থাকো
আমার রুহের চিৎকারের যন্ত্রণা
তোমার পরতে পরতে মিশে যাক।
সেই শব্দহীন চিৎকারে চৌচির হয়ে
মিশে যেও ভোরের সূর্যে
সে যেন আজীবন অগ্নি ঝরায়
কেয়ামতের মত।
রাত আজ তুমি গভীর হয়োনা,
রাত তুমি মধ্যরাত হয়ো না
আর কখনো মধ্যরাত হয়োনা।
আমার নিশানধারীর কন্ঠে
পরিয়োনা তোমার গভীরের দড়ি।
তোমার এই পাতলার মধ্যেই
আমি এবং আমরা আমাদের
নিশানধারীকে জাগ্রত দেখতে চাই।
বিষয়: বিবিধ
১৪৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন