আল্লাহর নূরের ধারক বাহক দেয় পরাজয় হবার নয়।

লিখেছেন লিখেছেন নাবীল ০৭ এপ্রিল, ২০১৫, ০৫:১৬:২৮ বিকাল

يريدون ليطفيئوا نورالله بأفواههم والله متم نوره ولو كره الكافرون.سورة الصف

অনুবাদঃ-তারা চায় মুখের ফুৎকারে আল্লার নুরকে নির্বাপিত করে দিতে,আল্লাহ তার নুরকে প্রজ্জলিত করবেন।যদি ও এইটা কাফের দের কাছে কষ্টকর হয়।

বিস্তারিত:- যুগে যুগে ইসলাম বিদ্বেসি শক্তি ইসলামের দাওয়াত কে বাধাগ্রস্ত করার জন্য অনেক চেস্টা করেছে।কিন্তু কাফের রা কিছুই করতে পারেনি।বরং তারাই ধ্বংশ হয়েছে।

ইসলামের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য সেই নবীদের (সঃ) জামানা থেকে ইসলাম বিদ্ধেসি শক্তি চক্রান্ত করে চলছে। কিন্তু সেই চক্রান্তে ইসলাম বিদ্ধেসিরা সফল হতে পারে নাই,কিন্তু চক্রান্ত থেমে নেই।

সেই নমরুধ,ফেরাউন,আবু জাহেলের প্রেতাত্বারা জেগে আছেই,তাদের চক্রান্ত চালু রয়েছে।

তার ধারাবাহীতায় সেই ফেরাউনের আত্বীয়রা আমাদের বাংলাদেশে ক্ষমতার মসনদে সমাসীন আছেন।

নব্য ফেরাউনের উত্তরসূরীরা চাচ্ছে বাংলাদেশ থেকে ইসলামকে সমূলে উৎপাড়ন করতে।তারই ধারাবাহিকতায় তারা বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক দল জামাতে ইসলামীর নেতাদের ফাসির মাধ্যমে তাদের কর্মকান্ড় শুরু করছে।

আমাদের দেশের ফেরাউনের উত্তসূরীরা এই টা ভুলে গেছে যে,যেই ফেরাউন ইসলাম কে ধ্বংশ করতে পারেনাই তারা কিভাবে এই টা কল্পনা করে।

তারা মনে করছে,জামাতের ইসলামীর ১০/১৫ জন নেতা মেরে ফেললে তাদের দাওয়াতী কর্যক্রম বন্ধ হয়ে যাবে । সেটা ভুল ধারণা।

জামাতে ইসলামী আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে থাকে।

তোমরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে জামাতকে ধ্বংশ করে দিতে চাচ্ছ এই টা কি আদোহ সম্ভব।

যেই কাজ ফেরাউন করতে পারে নাই সেইটা তোমরা ও পারবেনা।

যুগে যুগে আল্লাহর নুরকে যে কোন ভাবেই আল্লাহ প্রজ্জলিত রাখবেন।

যারা আল্লার নুরকে বুকে ,কাধে, সিনায় ধারণ করেছে তারা কখনো ধ্বংশ হবার নয়।

বরং তোরাই ধ্বংশ হবি,এবং আকিদা ও বিশ্বাসের কারনেই তোরাই অনন্ত কাল জাহান্নামের নিম্নে পতিত হইবি।

আল্লাহ বাংলাদেশ সহ সারাবিশ্বের ইসলামী আন্দোলনের সকল নেতা কর্মীদের ফেরাউনের উত্তরসূরীদের উপর বিজয়ী করুক এই কামনায়।

বিষয়: বিবিধ

১৫২১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313472
০৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩২
আহমেদ ফিরোজ লিখেছেন : আল্লাহর নূরের ধারক বাহকদের পরাজয় হবার নয়

শিরোনামে বানানের মিসটেকগুলো ঠিক করে নিলে ভালো হয়।

আল্লাহকে আল্লা লিখলে পুরো অর্থই পাল্টে যায়।
313476
০৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আমিন ছুম্মা আমিন!
313487
০৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
সজল আহমেদ লিখেছেন : এরকম কুফরী কথাবার্তা কোথায় পান ?
দেখুন আমরা সওয়াব ভেবে শিরকের মত কত বড় পাপ করে ফেলি !
আল্লাহ্'র নূরকে সিনায় বাহুতে ধরে রেখেছে মানুষ?
যেই আল্লাহ্'র ৭০হাজার পর্দার ১টি পর্দা খোলায় নূরের দাপটে তূর পর্বত পুড়ে ছাই হয়ে গেল সেই নূরকে আবার মানুষ কিভাবে সিনায় ধারণ করবে ?
এটা ঠিক ঐ হিন্দু ধর্মের পৌরণিক কাহীনির মত হয়ে গেলনা যে শিব ঈশ্বরের শক্তি নিয়ে জন্ম গ্রহণ করেছিল আর ঈশ্বরের আলৌককতা সব তাঁর মধ্যে ছিলো।
যাইহোক এমনটা বলা বা লেখা উচিত্‍ নয় ।আর লেখায় প্রচুর বানান ভূল ।দয়া করে এডিট করুন ।
০৫ জানুয়ারি ২০১৬ রাত ১২:৩৪
295713
নাবীল লিখেছেন : যেই ব্যক্তির মাঝে কোরআন আর ইসলাম নেই সে কিসের মুসলমান।
313495
০৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সকল ক্ষমতার মালিক আল্লাহ।
ঝুলাতে চাস ঝুলা,
যখন মহান রবের খাবি পাকড়া
পালবার পথ খোঁজে পাবিনা।
313508
০৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
আশাবাদী যুবক লিখেছেন : যারা আজ নমরূদ, ফেরাউনের মত দম্ভ করছে তাদের পতনও হবে নমরূদ, ফেরাউনের মত ৷
313510
০৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
গাজী সালাউদ্দিন লিখেছেন :
আল্লার নূরের ধারক বাহক দেয় পরাজয় হবার নয়।


শিরোনামে এতো ভুল করলে কেমন করে হবে ভাই! আল্লাহ্‌ বানানে ভুল, ধারক ও বাহকের মাঝখানে 'ও' হবে, 'দেয়' নয়, হবে দের! এডিট করে নিন।

তারা চায় মুখের ফুৎকারে আল্লার নুরকে নির্বাপিত করে দিতে,আল্লাহ তার নুরকে প্রজ্জলিত করবেন।যদি ও এইটা কাফের দের কাছে কষ্টকর হয়।


এখানে আল্লার নুর বলতে ইসলাম কে বুঝানো হয়েছে, ব্যক্তিকে নয়!!!!

313589
০৮ এপ্রিল ২০১৫ রাত ০১:১৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পোস্টটা দিয়ে লেখক পালিয়ে গেছে বলে মনে হচ্ছে।

মন্তব্য দেখে মনে হলো ব্লগার একেবারে নতুন ব্লগের বয়স দেখে হতাশ হলাম!!!!
০৫ জানুয়ারি ২০১৬ রাত ১২:২৬
295712
নাবীল লিখেছেন : পালানোর প্রশ্নই আসেনা।
আমি সব সময় ব্লগ নিয়ে থাকিনা।
মানুষ অনেকে অনেক কিছু বলবে সব কিছু নিয়ে মাথা ঘামানোর সময় নেই।
ভুলতো হবে ।লিখতে লিখতে শুদ্ধ হয়ে যাবে।
আর মুলত এডিট করার পদ্ধতি টা মুলত খুজে বের করতে কষ্ট হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File