টাকার মানের অধপতন।
লিখেছেন লিখেছেন নাবীল ১৯ জানুয়ারি, ২০১৫, ১২:৩৫:৪০ রাত
টাকার মান উন্নয়ন না টাকার মানের অধপতন।
সরকার জনগনের কল্যানে অনেক উদোগই নিয়ে থাকে।আমাদের অর্থমন্ত্রী নতুন এক উদোগ নিয়েছেন,বাজার থেকে এক টাকার নোট উঠিয়ে নেয়া।আমি মনে করি উনারা অনেক বুদ্ধিমান ।তবে মনে হয় মাঝে মধ্যে উনাদের বুদ্ধি ভাটা পড়ে। তা না হলে এমন সিদ্ধান্ত কেন।এক টাকার কয়েন থাকলে অসুবিধা টা কোথায়।
দুই টাকা এবং এক টাকায় কয়েন উঠিয়ে নিলে সাধারণ মানুষের অসুবিধাই বেশি হবে।
কারন এমন কিছু জিনিষ বাজারে আজে যার মুল্য ৫ টাকার নিছে,তাহলে ছোট খাট ব্যাপারে মানুষ কিভাবে চলবে।
আমার দরকার ৩ টাকার একটি জিনিষ কেনার তাহলে কিভাবে হবে। তাহলে দোকান দার তো ৩ টাকার জিনিষ টা তো বিক্রি করবে ৫ টাকায়।
দরুন একটি লাউর মুল্য ১৭ টাকা আমি ক্রয় করার পরে ১৫ টাকা দেওয়ার পরে দুই টাকা কিভাবে দিবো,বাধ্য হয়েই দোকান দারকে ২০ টাকা দিতে হবে।
এইটা টাকার ধন্য দশা না আমাদের সরকারের উদাষিনতা।এই সিদ্ধান্তে বেশি কার লাভ।
প্রিয় পাঠকদের উপর ছেড়ে দিলাম সরকারের এই সিদ্ধান্ত।
বিষয়: বিবিধ
১২৭১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মূদ্রার ইউনিট সঠিকভাবে না থাকলে পন্য বা সেবার মূল্য সঠিকভাবে নির্ধারণ সম্ভব নয়। এক্ষেত্রে, সম্পত্তির সঠিক মূল্যে ফাক সৃষ্টি হবে।
এই ফাক বিভিন্ন স্তরে জমা হতে হতে কলাপ্স করবে।
এমেরিকার হাউসিং মার্কেটে অসাধু ব্যাংকগুলো অযথাই মূল্য ফুলিয়র ফাপিয়ে 'বাবল ইকোনমি' তৈরী করেছিল। যার ফলে ধ্বস নেমেছিল।
বাংলাদেশে সরকারই এরকম প্রতারণা তৈরী করছে যা পরে অর্থনীতিতে ধ্বস আনবে, ঢাকা স্টক মার্কেটের মত।
মন্তব্য করতে লগইন করুন