আজকের ঘনকুয়াশা শীতের জন্য কি আমারা তাদের দায়ী করবো,সব কিছুর জন্য তো তারা দায়ী।

লিখেছেন লিখেছেন নাবীল ০৫ জানুয়ারি, ২০১৪, ০৮:৩৯:৪১ রাত

আমাদের নিজস্য অভ্যাসে পরিনত হয়েছে সকল কাছে তাদের কে দোষারোপ করা।

যেহেতু আমরা মানে (আওয়ামীরা)আল্লাহ কে তো মানি না আবার বিশ্বাস ও করিনা।

বিশ্বাস করলে ধর্ম নিরপেক্ষ হতোনা।

যদি আল্লাহ যে একজন সৃস্টি কর্তা,কর্তা হিসাবে তার হুকুম আহকাম মানার কথা তা আমরা মানিনা । মানলে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমাদের চলতে হবে।

আমরা মুখে মুসলমান হজ্ব করি আবার মানুষ হত্যার জন্য নির্দেশ ও দি।

আমাদের দেশে আমরা সব কিছুর জন্য তাদের কে দোষারুপ করি,কোথাও একটি পটকা ফুটলেও তা জামাত শিবির করেছে বলি।

দেশে আজকে ঘনকুয়াশার কারণে ভোটার উপস্থিতি তেমন লক্ষ করা যায় নাই তার জন্য তো আমরা জামাত শিবির কে দায়ী করতে পারি।

সকল কাজে আমরা জামাত শিবির কে দায়ী করা একটা কালচারে পরিনত হয়েছে।

হয়তো আওয়ামী দৃষ্টিতে ঘনকুয়াশার জন্য জামাত শিবির দায়ী যেহেতু তারা ভোট বিরুধী।

এই ঘন কুয়াশা আর শীত জদি আল্লাহ পদত্ত না হতো তা হলে মনে হয় আওয়ামী রা জামাত শিবির কে দায়ী করতো।

তারা বলতো যে এইটা ও জামাত শিবিরের কাজ যেহেতু তারা আওয়ামী বিরুধী।

আজকের এই ঘন ধৃকিত নির্বাচন কে জনগন ঘৃনা ভরে প্রত্যাখান করেছে।

তারপরে আওয়ামী বাবু এইচ টি ইমান বলছে ৬০ ভাগ কাস্ট হয়েছে তার দৃষ্টি ভঙ্গি ও ঠিক আছে কারণ সে তো আওয়ামী দৃষ্ঠি ভঙ্গির লোক।

কিন্তু আমার ধারনা ৫ ভগের বেশি লোক তো ভোট দেওয়ার প্রশ্নই আসেনা যেহেতু মানুষ ভোট কেন্দ্র ও যাই নাই।

হাছিনাদের ফেইজবুকে মিথ্যাচার,সিটি কর্পোরেশনের নির্বাচন কে তারা আজকের নির্বাচন বলে চালিয়ে দিয়েছে।কত বড় মিথ্যাচার ।হাছিনার চোখ কানা হলেও জনগনের চোখ কিন্তু অনেক ভাল,জনগনের কান খাড়া খুব ভাল করে শুনে।

বোকার দল আওয়ামী লীগ দেশের সব মানুষ কে বোকা মনে করে। মানুষ বোকা নয় তারা বোকা ।

এই নির্বাচনে যে এত গুলি লোক প্রাণ হারিয়েছে তার জন্য এই আওয়ামীদের চরম মাশুল গুনতে হবে।

বিষয়: বিবিধ

১৩০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File