আসুন সবাই মিলে লুটেরাদের ভয়কট করি।
লিখেছেন লিখেছেন নাবীল ০৫ জানুয়ারি, ২০১৪, ০২:২২:০৩ রাত
এক ব্যক্তির জিদের ফসল।আগামি কালের ভোটার বিহীন নির্বাচন।
যে নির্বাচন হচ্ছে আওয়ামী লুটেরাদের নির্বাচন। যে নির্বাচনের ব্যায় ধরা হয়েছে অতীতের ৫ টি নির্বাচনের ব্যায়ের সমান।
এই ব্যয়ে ও আওয়ামী দের প্রচুর টাকা ইনকাম হবে।গত ৫ বছরে আওয়ামী রা লাভে লাভবান,চক্রবৃদ্ধি লাভ করেছে।
আওয়ামী রা গত ৫ বছরে চুরি করে ৫ ভরি স্বর্নের মালিক থেকে একটা পিচ্ছি পোলা ৫০০ ভরি স্বর্নের মালিক হয়েছে।
অনেকে তো আবার বড় বড় মাছের ব্যবসা করেন।
ব্লগার ভাইদের কারো যদি বড় বড় মাছের দরকার হয় হানিফ কে টেলিফোন করতে পারেন।
ভয়কট করুন,ভয়কট করুন,ভয়কট করুন
চোর চাট্রাদের ভয়কট করুন।
ভবিষ্যতে এই চুরি দরে রাখতে প্রহসনের নির্বাচন করছে গোপালি বুবু।
নতুন ভোটার ভাইয়েরা ৫ বছর পর আপনাদের অনেক আশা ছিলো আপনারা জাতীয় নির্বাচনে আপনাদের পছন্দের প্রার্থিদের ভোট দিবেন,এই আশা করে বসে আছেন কিন্তু আপনাদের সাথে কে বেঈমানী করছে বুঝতে পেরেছেন সে হচ্ছে (চশমা ওয়ালা বুবু জান,৮৬ র বেঈমান)
এখন আপনাদের সামনে বিষয়টা নিশ্চয় পরিস্কার তিনি হচ্ছেন বাংলার ঘসেটি বেগম গোপালি বুবু মিসেস শেখ হাছিনা,মর্ড়ান শেখ হাছিনা ।তার এক গুয়েমির কারণে আজ বাংলাদেশের জাতীয় সম্পদ ধ্বংস হচ্ছে মানুষের জীবন বিনস্ট হচ্ছে।
উনার বড় শখ আজিবন ক্ষমতায় থাকার।
সচেতন দেশবাসি,
আসুন আমরা সকলে মিলে এই নির্বাচন কে প্রতিহত করি,ভয়কট করি।
আজকের নির্বাচন ভয়ে আনুক উনাদের জীবনে যাবতীয় অশান্তির কারণ,এই কামনায়।
বিষয়: বিবিধ
১২২০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রতিপক্ষ যদি মাঠে খেলতে না আসে তাহলে আপনি ওয়াকওভার পাবেন । এটা কি আপনার দোষ যে প্রতিপক্ষ কেন এল না ?
আপনার যদি পাশ করার মত প্রিপারেশন না থাকে তাহলে পরীক্ষা আপনি নাও দিতে পারেন , পরে সাপ্লির ব্যবস্থা আছে । শুধু শুধু যারা ভাল প্রিপারেশন নিয়ে এসেছে তাদেরকে কেন আপনার সাথে নিবেন ? তাদের শিক্ষাজীবন তছনছ করাবেন ?
কারেন্ট ব্যাচের সাথে পরীক্ষায় না বসলে জুনিয়রদের সাথে চলে যেতে হয় । আদ্দুভাই টাইটেল পাওয়া যায় ।
মন্তব্য করতে লগইন করুন