এই বিচারে জাতি কলঙ্ক মুক্ত হলো, না জাতিকে চিরস্থায়ী সংগাতের দিকে ঠেলে দিলো।
লিখেছেন লিখেছেন নাবীল ১২ ডিসেম্বর, ২০১৩, ০৩:৩৩:৩৩ দুপুর
কাদের মোলার ফাসির কারনে কি জাতি কলঙ্গ মুক্ত হয়েছে।
আজ আওয়ামি লীগ বলছে জাতি কলঙ্ক মুক্ত হয়েছে।
জাতি কলঙ্ক মুক্ত বলতে তারা কি বুঝায়,বিচার হচ্ছে তাদের ইচ্ছা মাফিক এখানে কয়জন মানুষ তাদের মতের সাথে সমপৃক্ত আছে।
লীগ রা কি সকল দলের ঐক্যমতের ভিত্তিতে মতামত নিয়ে কি বিচার করছে নাকি।
আওয়ামি এবং নাস্তিক রা ছাড়া তাদের ডাকে কয়জন ছাড়া দিয়েছে।তাতো ইতিমধ্যে প্রতিপলিত হয়েছে।
কার বিচার হলো না হইলো এতে জাতির কি ঠেকা পড়েছে।
আওয়ামি লীগ নিজে হিংসার বষবর্তি হয়ে রাজনৈতিক হীন উদ্দেশ্যে কাদের মোল্লাকে ফাসি দিচ্ছে।আওয়ামি লীগের অসৎ উদ্দ্যেশ্য জাতির সামনে পরিস্কার হয়ে গেছে।
আওয়ামি লীগ মনে করছে এদের ফাসি দিয়ে আমরা ভোট বেশি বাগিয়ে আনবো,তা দুরাশা মাত্র।
এই বিচারে ভবিষ্যত আওয়ামি লীগ কে বিরাট চ্যালেন্জের মুখমুখি করবে।
আওয়ামি লীগ জোর জবরদস্তি করে না হয় ২০ বছর ক্ষমতায় টিকে থাকলো তাতে কি তারা জামাত কে নিহ্নিন্ন করতে পারবে কখনোই না।আওয়ামি লীগের অনেকেই জানে কাদের মোল্লা একজম মুক্তিযুদ্ধা ।বিচার টা কেন সে জামাত করে।আন্তরজার্তিক সকল মহল কে তোয়াক্কা না করে আওয়ামি লীগ একজন মুক্তিযুদ্ধা কে জুড়িসিয়াল কিলিং করে দুনিয়া থেকে বিদায় করছে।
আওয়ামি লীগ যে ফায়দা লুটার চেস্টা করছে তা কি কখনোই সম্ভব।ইতিমধ্যে তাদের বিরুদ্ধে সেই প্রতিরোধ শুরু হয়েছে।
আওয়ামি লীগ নাস্তিকদের কথা মত চলতে গিয়ে নিজেদের পায়ে কুড়াল মেরেছে।
এই বিচারের কারণে গ্রামের নিরিহ সমর্থক আওয়ামি রা বিগড়ে গিয়ে জামাতের দিকে যুকে পড়েছে তাতে কি প্রমাণ হয়না জামাত নেতাদের এই বিচার, বিচারের নামে প্রহশন মাত্র।
প্রহশনের বিচার দিয়ে একজন মানুষ কে দুনিয়া থেকে বিদায় করা যাবে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা কেড়ে নেওয়া যাবেনা।
এই বিচারের বিরুদ্ধে বিশ্ববাসি এবং জনগনের শতস্পূর্ত অংশ গ্রহনেই বুঝা যাচ্ছে জাতি কলঙ্ক মুক্ত হয়েছে নাকি জাতি এই অন্যায় বিচারকে ধিক্কার জানাচ্ছে।
কলঙ্ক মুক্তের পরিবর্তে জাতিকে এক চিরস্থায়ি সংগাতের দিকে ঠেলে দিচ্ছে এই সংগাত যৌথ বাহিনী দিয়ে ও ঠেকানো যাবেনা
ইনশা আল্লাহ জাতি আওয়ামি লীর পেটে মরন কামড় দিবে।
আল্লাহ রাব্বুল আল্লামিনের কাছে দোয়া করি বাংলাদেশের ইয়াজুজ মাজুজের বংশ ধর আওয়ামি লীগ থেকে বাংলাদেশকে হেফাজত কর।আমিন।।।
বিষয়: বিবিধ
১৪১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন