আপনাদের আগমনের অপেক্ষায়।

লিখেছেন লিখেছেন নাবীল ০৮ ডিসেম্বর, ২০১৩, ০২:৫৪:০৩ রাত

বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে দূর্যোগময় এক ক্রান্তি কাল অতিক্রম করছে।স্বাধিনতার পরে এমন পরিবেশের সৃস্টি হয়নি।শুধু বাকশালের সৃজন ছাড়া।

এই পরিস্থিতির জন্য দায়ি কে।

(১)আদালত,বিচারপতি(২)সরকার,প্রধানমন্ত্রি।

সবাই একবাক্যে স্বিকার করবেন যে এই পরিস্থিতির জন্য ১ নাম্বার দায়ি প্রধানমন্ত্রী তার নির্দেশে সংবিধানে হাত দিয়েছে খায়রুল হক নামক এক নাম্বার বিচারপ্রতি।

সে সংকটে সুস্থ সমাধান দেন নাই।হাবু ডুবু করে রায় দিয়েছেন।

তার মতে সংসদ চাইলে সামনে দুই মেয়াদে তত্বাবধায়ক সরকার পদ্ধতি তে নির্বাচন হতে পারে সে ভাল করে জানে সংসদ চাইবেনা কারণ সংসদ শেখ হাছিনার হাতে তার পরে ও সে লেজে গোবরে একটি রায় দিয়ে দেশে দাঙ্গা হাঙ্গামার ব্যবস্থা করেছে এই জন্য কি বিচারপতি খায়রুল হকের বিচার হতে পারেনা।

এখন সরকার বলছে সব দোষ বিরোধী দলের তারা অবরোধর নামে জাই তাই করছে।

সমস্যার জন্য দায়ি সরকার, বিরোধী দলের দোষ কি ।

শেখ হাছিনা বলছে খালেদার কত লাশ ছাই,লাশের রাজনীতি খালেদায় করছে, নাকি হাছিনায় করছে।একজন ছোট বাচ্ছাকে জিজ্ঞসা করলে ও সে বলবে পুলিশ গুলি করে মানুষ হত্যা করছে তাহলে লাশ কার চাই খালেদা না হাছিনার।

হতার নির্দেশ কে দে।

গুম হত্যা এই গুলি কার নির্দেশে হচ্ছে সরকার না বিরোধী দল।

দেশের মানুষ ভাল ভাবেই জানে এই নির্বিচারে গুলি করে মানুষ হত্যার জন্য সরকার দায়ি।

(বাসে আগুন)।

বিআরটিসির অনুসন্ধানে দেখা গেছে বাস ডিপোতে আগুন দেওয়ার পিছনে কর্মচারিদের হাত রয়েছে ।তারা আগুন দিয়ে বিরোধী দলের উপর সুকৌশলে দোষ চাপিয়ে দিচ্ছে।

সব বাস (বিহঙ্গ) গ্রুপের তার বাসে আগুন কারণ টা কি কারণ তার মালিক সেচ্ছা সেবক লীগ নেতা পঙ্কজ দেবনাত সে লীগ দিয়ে আগুন দিয়ে বিরোধী দলের উপর দোষ দাপিয়ে দিচ্ছে ।এটা ও একটা আওয়ামি নাটক।

এই পরিস্থিতি মোকাবিলায় আপনাদের আগমন কামনা করি।

আপনারা তো হাছিনার লাশর রাজনীতি তে বিশ্বাস করেন না।

আপনাদের কাছে ও দিবালোকের মত পরিস্কার এই রজনীতি কারা করছে। ক্ষমতায় আসার পর দাওয়াতের নামে আপনাদের সৌকস অফিচারদের কারা হত্যা করেছিলো নিশ্চয় আপনারা বুলেন নাই।

সুতারাং দেশর শান্তি প্রিয় জনতা আপনাদের আগমনের অপেক্ষায়।

আপনারা দখলে নিলে আমার, সাধারণ মানুষের, অসুবিধা নাই কারণ হাছিনা খালেদা আমার ফ্যামেলি চালায়না।

আমার প্ররিশ্রমের উপরে ভিত্তি করে আমরা চলি।এই সরকার দেশকে ভারতের করদ রাজ্যে পরিনত করছে যাহা আপনাদের কাম্য নয়।

এই পরিস্থিতিতে আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে দেশ অতল গভীর অন্ধকারে পতিত হবে।

আপনারাতো চান না এই দেশকে নিয়ে তারা চিনি মিনি খেলুক।

বিষয়: বিবিধ

১১১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File