আজব দেশে গজবের কাহিনি।
লিখেছেন লিখেছেন নাবীল ২৫ নভেম্বর, ২০১৩, ০৩:৪২:৪৫ দুপুর
আমরা এক আজব দেশে বাসকরি।
প্রথম কথাটা হলো ঢাকার পুলিশ কমিশনার কে নিয়ে।তাদের নির্দেশে মানুষের ভোগান্তি আরো বেশি বাড়ে।
হটাৎ করে তাদের মগজে ইছা মাছ(চিংড়ি মাছের)গিলু ঢুকলো।তারা সিদ্ধান্ত নিলো ঢাকা শহরের সব ব্যাচেলর কে বাড়ীতে পাঠিয়ে দেওয়ার জন্য।বাড়ীর মালিকদের বলেছে বাসা থেকে বাহির করে দিতে।
এরা কোন পাগল,এদের মাথায় এই পাগলা বুদ্ধি ঢুকলো কেমনে।
এই পাগল গুলো কোন গাছে ধরেছে।গাছে তো মানুষ ধরেনা তবে তাদের মত পা চাটা ছাগল পাগল ধরতে পারে।
তারা বলেছে নির্বাচনের আগ পর্যন্ত কোন ব্যাচেলর থাকতে পারবেনা ঢাকা শহরে।
ব্যাচেলর রা কি তাদের টাকায় ঢাকা শহরে থাকে।
ঢাকা শহরে এই সমস্ত অনেক ব্যাচেলর তো চাকুরি সুবাদে থাকে।অনেকে এসেছে কোচিং এর জন্য।সবাই তো আর আড়্ড়া দেওয়ার জন্য আসে নাই।
কোন পাগলের বুদ্ধিতে তারাই এই সিদ্ধান্ত নিয়েছে কে জানে না মন্ত্রীদর নিদ্দেশে কে জানে।
তাদের উদ্দেশ্য মনে হয় আন্দোলন বন্দ করা তা কি সম্ভব।
চক্রান্ত করে কি আর আন্দোলন বন্ধ করা যাবে।
অনেক ব্যাচেলর ছেলের চাকুরির উপর তা মা বাবা নির্ভর শীল এই ব্যাচেলর রা চাকুরি ছেড়ে দিয়ে কি বাড়ীতে বসে থাকবে।
অনেক গার্মেন্সের কর্মজীবি রা ব্যাচেলর তারা বাড়ীতে গিয়ে কি ছাদর মুডি দিয়ে শুয়ে থাকবে।
তাদের ফ্যামেলি কে চালাবে সালা পুলিশ প্রধান তাদের পরিবারের ভরণ পোষনের দায়িত্ব নিবেন।
ফালতু একটি চিন্তা ধারনা।
দ্বিতীয়ত আজ নাকি নির্বাচন কমিশন নতুন কাহিনি করবেন তারা নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন।
তারা জাতীর কে, তারা কিভাবে ভাষণ দিবেন।তারা ভাষণ দেওয়ার অধিকার রাখেন কি না।
এই ভাবে সব কমিশন বা মন্ত্রনালয় যদি বলে আমরা জাতীর উদ্দেশ্যে ভাষণ দিবো জিনিষ টা কেমন দেখাবে।
সরকারের চামচাগিরি করতে গিয়ে এখন জাতীর সাথে ও চাটুকারিতা শুরু করছে নির্বাচন কমিশন।
অতি চালাকি কিন্তু ভালো না।
বিষয়: বিবিধ
১২৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন