চতুস্পদ জন্তু সমাচার।
লিখেছেন লিখেছেন নাবীল ২০ নভেম্বর, ২০১৩, ০২:৫০:৪০ রাত
আমাদের দেশে এখন চতুস্পদ জন্তু নিয়ে গবেষণা শুরু হয়েছে।
এখন মনে হয় চতুস্পদ জন্তুর সংজ্ঞা পাল্টে যাচ্ছে।
এই পৃথিবীতে অনেক চতুস্পদ জন্তু রয়েছে হিসাবের বাহিরে।সব জন্তুর নাম হয়তো বা বইতে উল্লেখ ও নাই।
তবে স্কুলের বইতে সব চাইতে জন প্রিয় রচনা হচ্ছে গরুর রচনা।অনেক চতুস্পদ জন্তু আছে তার মাঝে গৃহ পালিত জীবের রচনা হিসেবে গরুর রচনা টাই ছাত্র ছাত্রিরা বেশি ফলো করে।
গরুর পা কান লেজ নিয়ে ছাত্র ছাত্রী রা বিষদ আলোচনা করে থাকে।
গরুর রচনা টি বেশি আলোচিত কেন,কারণই বা কি।এই গরু কে আপনি যে খানে বাধেন,যত শক্ত রসি দিয়ে বাধেন সে চাইবে রসিটা ছিড়ে পাসের ধানের জমিতে মুখ দিতে।
অনেক সময় এই গরু রসি পর্যন্ত ছিড়ে পেলে যার কারণে মালিক কে অন্যের কথা শুনতে হয়।
আজ আমি এখানে সেই রকম গৃহপালিত মানুষ রুপি এক জন্তু জানোয়ার কে নিয়ে আলোচনা করছি।
সে আপনার অতি কাছের এক জন্তু নামে কলঙ্ক সে হচ্ছে গৃহ পালিত সেই লোক যে নাকি জেলের ভয়ে গায়ে বোরকা পরে শেখ হাছিনার সার্টিপিকেট নিয়ে রাস্তায় হাটে।
যাকে মুর্খরা পল্লি বন্ধু বলে ডাকে,তার নাম হচ্ছে এরশাদ।
পারিবারিক জীবনে ও সে একজন কুলাঙ্গার ব্যক্তি।
তার মত এত নিকৃস্ট জন্তু মনে হয় বাংলাদেশে বর্তমান সময়ে আছে কি মনে হয় না।
বর্তমান সময়ে বাংলাদেশে দুই জন ব্যক্তি সব চাইতে ঘৃনিত এবং সমালোচিত।তাদের দুই জনের কথা আর কাজে কোন মিল নেই।
একজন শেখ হাছিনা আর একজন তার বড় ভাই গৃহপালিত চতুস্পদ জন্তু নাম তার এরশাদ।
এই এরশাদের মতো হীন জানোয়ার মনে হয়না বাংলাদেশে দ্বিতীয় আর এক টা আছে।
সে সকালে বলে এক কথা বিকালে আর এক কথা রাতে আর এক কথা।
অবশ্য সে শেখ হাছিনার মত সপ্নে কম দেখে।এক টা সপ্ন সে বেশি দেখে সেটা হলো কখন হাছিনায় তাকে জেলে ডুকায়।
তোর বেইমানির কারণে ভবিষ্যতে যদি অন্য সরকার তোর এই মামলা আবার চালায় তখন তুই কই যাইবি।তখন তোকে তোর কোন আব্বায় বাছাইবে।
এই সালা হইলো গৃহপালিত চতুস্পদ জন্তুর দ্বিতীয় সংকলণ।এর আগে এই ধরনের গরুর সংকলণ হয়েছি কি আমার জানা নাই।
আজ দেখলাম কুমিল্লায় তার চবি লাগানো হয়েছে থুতু মারার জন্য আপনারা যারা আশে পাশে আছেন মুখ ভর্তি থুতু মেরে আসবেন।
সে নিজেই বলেছিল হাছিনার অধিনে নির্বাচনে গেলে জনগন তাকে থুথু মারবে,এখন জনগন সেইটা করেছে।
শুধু থু থু মারা না জনগন একলা পাইলে তোকে কোরবান দিয়ে দিবে।
সকল রাজনীতিবিদ দের বলতে চাই আপনারা কেউ এর মত কুলাঙ্কারের খাতায় নাম লিখাবেন না।
আমাদের সবার মা বাবাদের বলতে চাই বাংলাদেশে যাতে আমাদের কারো বংসে তার মত কোন কুলাঙ্গার গরু যাতে না জন্মায়।
ভাল থাকুন সবাই
আল্লাহ হাফেজ।
বিষয়: বিবিধ
১২৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন