বেগম জিয়াকে গ্রেফতর করলে কি আন্দোলন বন্ধ হয়ে যাবে।

লিখেছেন লিখেছেন নাবীল ০৮ নভেম্বর, ২০১৩, ১১:৪৯:৪২ রাত

১ ইলেভেনের পরে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে

একা লড়েছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া।

শেখ হাছিনাকে বিদেশ থেকে আসতে দিবেনা সামরিক সরকার।

এরপরে সেনা শাষক মঈন খালেদা কে দেশ ত্যাগের জন্য বহু হুমকি দামকি দিয়েছিলেন।

বেগম জিয়া বলে ছিলেন প্রয়োজনে দেশে জেল খাটবেন তারপরে ও তিনি বিদেশ যাবেন না।

বর্তমান প্রধানমন্ত্রী অশংক্ষ নেতা কর্মী কে বিপদে পেলে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

সে দিন দৃড়তার সংগে খালেদা জিয়া দেশের বাইরে না গিয়ে সেনা শাষকের বিরুদ্ধে লড়েন।

আজ সেই আওয়ামি লীগের সেনারা তাকে গ্রেফতার করার জন্য তার বাড়ী ঘেরাও করে রেখেছেন।

এই টা বাংলাদেশের রাজনীতি কে চরম ভাবে কুলষিত করবে।

বেগম জিয়াকে গ্রেফতার করে আন্দোলন কি তারা স্তব্দ করতে পারবে।

কখনোই না সরকার আবার সৈরাচারি কায়দায় ভুল পথে পা বাড়াচ্ছে।

এইটা কখনোই সুখকর হবেনা।

চাপ প্রয়োগ কখনোই সমস্যার সমাধান না।

দৈনিক নেতা কর্মীদের গ্রেফতার আর দাওয়াত একসাথে হতে পারে না।

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File