পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত।

লিখেছেন লিখেছেন নাবীল ২৫ অক্টোবর, ২০১৩, ০২:৪৯:১৮ রাত

বাংলাদেশ একটি স্বাধীন রাস্ট।সবাই যার যার স্বাধীনতা ভোগ করে।কিন্তু সমস্যা টা রাজনৈতিক ।রাজনৈতিক কারণে রাজনৈতিক দল গুলু এই স্বাধীনতা ভোগে বঞ্চিত।বিশেষ করে সরকারের রোসানলে পড়ে।

সরকার রাজনৈতিক কারণেই বিরোধী দলের এই স্বাধীনতাকে খর্ব করছে।

আজ বাংলাদেশ ইতিহাসের এক ক্রান্তিকাল অতিক্রম করছে।দেশে সংগাত ময় পরিস্থিতি কেউ কারো কথার পাত্তা দিচ্ছেনা।

সরকারি ভাবে এই পরিস্থিতি মোকাবেলায় সব বড় বড় শহর গুলিতে কারপিউ জারী করছে।

আবার চট্টগ্রামে সন্ত্রাসি মহি উদ্দিন কতৃক পুলিশ পাহারায় লাল দিঘি দখল করছে।আমাদের শান্তি পূর্ণ সমাবেশ গুলি বানছালের জন্য সেখানে উল্টা আওয়ামি লীগ সমাবেশ ড়াক দেয়।

সুতারাং তাই এই উদ্বুত পরিস্থিতি তে আমরা সারা বাংলাদেশে আওয়ামি লীগের সভা সমাবেশ নিষিদ্ধ করছি।পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত অথ্যাৎ আজ ২৫/১০/২০১৩ তারিখ শুক্রবার ভোর ৬ টা থেকে এই আইন চালু থাকবে।

আওয়ামি কর্মী সমর্থকদের বলতে চাই এই আইনের বিরুদ্ধোচারণ করলে আন্তর্জাতিক আইন অনুসারে বিচার হবে।

আশা রাখি তোমরা সবাই আইন মান্য করে চলবে।

বিষয়: বিবিধ

৯৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File