জামায়াত নিবন্ধন ও নিষিদ্ধ
লিখেছেন লিখেছেন নাবীল ২৪ আগস্ট, ২০১৩, ১১:১৫:০৯ রাত
জামাতের নিবন্ধন এবং নিষিদ্ধ নিয়ে যত কথা
জামায়াতে ইসলামী বাংলাদেশে অতি পরিচিত এবং অত্যন্ত জনপ্রিয় একটি ইসলামী সংগঠন।৪৫/৫০ বছরের পুরাতন একটি সংগঠন কে আওয়ামি লীগ রাজনৈতিক হিংসার কারনে নিষিদ্ধ করলে জনগন কিছুতেই মেনে নিবেনা।রাজনৈতিক ভাবে জামাতের মোকাবেলায় ব্যর্থ হয়ে সরকার (হাছিনা বাহাদুর) অপকৌশলে মেতে উঠেছে।দলের নেতাদের জেলে দিয়ে ফাসির কাস্টোডিতে আটকে রেখে সাধারণ মানুষের মন জয় করা যাবেনা।
জামাতের নিবন্ধন বাতিল করে আওয়ামি লীগের কোনো লাভ হয়েছে । আওয়ামি লীগ মনে মনে খুসিতে আটখানা তাদের কে ভোটের ময়দান থেকে দুরে রেখেছি তাইনা । (বোকার দল আওয়ামি লীগ) রাজনৈতিক ছালে তোমরা ভুল করেছ। জামাতের একটি ভোট ও কি তোদের বাক্সে যাবে যাবেনা।জনগনের অন্তরে তোরা গোস্বা জাগিয়ে দিলি জনগন তোদের কে লাথি মারবে।
ততকালিন হুদা – শাখাওয়াত কমিশন যাচাই বাচাই করে তো জামাতের নিবন্ধন দিয়েছিল তাইনা।শুধু সংবিধানে আল্লার উপর আস্থার কারনে নিবন্ধন বাতিল না জামাত কে ভাগে না আনতে পারার কারনে এই রাস্তায় গিয়েছে আদালত। যে আদালতের জানোয়ার বিচারপতিরা তোদের ভয় নাই তোরা বুবুর দুধু খেয়ে এই কাজটি কেন করতে গেলি । দেশে অশান্তি সৃস্টি করতে গেলি কেন ।
যত চক্রান্তই করুন না কেন ইনশা আল্লাহ জামাত এই ময়দানে টিকে থাকবে।
জামাত কে মানুষের অন্তরের ভালবাসা থেকে মুছে ফেলা যাবেনা।
পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে ইসলামী সংগঠন নাই । এমন কি কট্টর ধর্ম নিরপেক্ষ ভারতে পর্যন্ত ইসলামী দল আছে তারা তো নিষিদ্ধ করা অনুবভ করছে না। যেই আমেরিকা ব্রিটিস রা সারা বিশ্বে জঙ্গি বাদের ধুয়া তুলে মুসলিম দেশ গুলিতে আক্রমন করছে তাদের দেশে কিন্তু গনতান্ত্রিক ইসলামি রাজনীতি আছে। কোন অজুহাতে জামাত কে নিষিদ্ধ করার চক্রান্ত করছে। বরং জামাত কে নিষিদ্ধ করলে হিতে বিপরিত হবে এই পর্যন্ত যত বার জামাত নিষিদ্ধ হয়েছে তত বার জামাত ময়দানে ফিরে এসেছে .।
জামাত কে নিয়ে বামপন্থি, রামপন্থি মিডিয়া আর নাস্তিক কলামিস্টদের ঘুম নাই। তারা চিন্তায় মগ্ন জামাতের এই বিশাল কর্মী বাহিনী কোথায় যাবে।তাদের চিন্তার কমতি নাই।জামাতের কর্মীদের ৪৮ হাজার বর্গ কিলোমিটার এই বাংলাদেশে কোথাও বুজি জায়গা হবে না ।পাগলদের চিন্তার শেষ নাই। কোথাও জায়গা না ফেলে কোটালি পাড়ায় গিয়ে দখল নিবে আর কি করবে।কেউ বলছে আন্ড়ার গ্রাউনে ছলে যাবে,জামাত এমন কোনো সংগঠন না যে তাকে আন্ড়ার গ্রাউন্ড়ে যাইতে হবে ।যারা জামাত কে আন্ড়ার গ্রাউন্ড়ে যাইতে বাধ্য করবে তারাই একদিন পালাতে থাকবে।সুতারাং জামাত কে নিয়ে এতো ফালতু চিন্তা না করে দু বেলা পেট ভরে ভাত খাও তা তোমাদের ভাল হবে। এতো দিন তোমরা নাস্তিক রা জামাত কে নিষিদ্ধ করো করতে হবে । এখন ভয় লাগছে তাইনা । জামাত যে আল্লাহ বাব্বুল আলামিন বান্দাকে সৃস্টি করেছে শুধু মাত্র সেই আল্লাকেই ভয় করে। কারো কলমের খোছায় ,কারো রক্ত চক্ষুকে জামাত ভয় করে না।আওয়ামি লীগ জামাত কে এতো ভয় করে কেন।
আর যারা নিজে নিজে আত্ব্যতৃপ্তি তে বুগতেছে যে জামাতের নিবন্ধন বাতিল হয়েছে আমরা তাদের আসন গুলো পাবো এই আশা দুরাশা থেকে যাবে।আমি অন্তত আশা বাদি জামাত এই ভুল করবেনা।তারা ছাচ্ছে জামাত কে মাঠে ময়দানে রেখে ফলাফল তাদের ঘরে তুলতে জামাত তো আর এতো বোকা না।
আমাদের কে হতাশ হওয়া যাবেনা।বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি।
এই দেশটাকে শেখের ব্যেটি করলো শেষ।
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন