কাতুকুতু দিয়েন না দেখবেন শিরশির লাগবেনা

লিখেছেন লিখেছেন sadhin ০৩ নভেম্বর, ২০১৫, ১০:২০:৪৩ রাত

আমি মুক্তচিন্তার বিপক্ষে নই।আপনি আস্তিক হতে পারেন আমি নাস্তিক হতে পারি।সমস্যা নেয়।নাস্তিকের শত্রু থকেনা।শত্রু থাকে মৌলবাদি নাস্তিক দের।ধর্ম নিন্দা করাকে মুক্তবাক বলা যাবে?

নাস্তিক বলতে কি বুঝায়?

ধর্মাবতার দের গালি দেওয়া কি " যুক্তি প্রয়োগ" ?

গালিগালাজ এর পাল্টা যুক্তি কি?

মুসলমানদের প্রাণের চেয়ে প্রিয় "বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স)"।আর বিশ্ব জাহানের সর্বশেষ্ঠ মহা মানব কে গালিগালাজ করা মানে উগ্রতা কে কি উসকে দেয়া নয়?

লেখার বদলা লেখার মাধ্যমে নিতে হয় হত্যার মাধ্যমে নয়।

অতিউগ্রবাদ নাস্তিক আর অতিউগ্রবাদ আস্তিকদের শুভবুদ্ধি উদয় হোক।

#সাবেক সাম্যবাদী নেতা বর্তমান আওয়মী নেতা সুরঞ্জিত সেন গুপ্ত কি কাতুকুতু দিচ্ছেন না?

প্রথমে তার বক্তব্যের প্রতিবাদ জানায়।আচ্ছা মসজিদ যে মুসলমানদের পবিত্রস্থান, ইবাদাতের স্থান।মাদ্রাসা থেকে কুরআনের হাফেজ তৈরী হয় সজীব ওয়াজেদ জয় ভাইয়া আপনাদের যত পরিকল্পনা মাদ্রাসা বন্ধের জন্য।

আপনাদের নামাজের প্রয়োজন নেয় কিন্তু বাংলার অন্য মুসলমানদের নামাজের ইমাম এ মাদ্রাসা গুলোতে তৈরী হয়।

প্লীজ ধর্মের বিরুদ্ধে কেউ কুটক্তি করেন না।তাহলে উগ্রবাদি তৈরী হবে।

বিষয়: বিবিধ

১১৯৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348421
০৪ নভেম্বর ২০১৫ সকাল ০৯:২৯
হতভাগা লিখেছেন : ক্যাচাল বাঁধিয়ে উনারা মজা চাখে , সুযোগ মত ধান্দা করে নেয় ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File