নতুন ধর্মের আবির্ভাব 'ধর্মবিদ্ধেষ'

লিখেছেন লিখেছেন sadhin ০৩ এপ্রিল, ২০১৫, ০৩:১৫:৫১ দুপুর

নতুন ধর্মের আবির্ভাব 'ধর্ম বিদ্ধেষ'।

বিঙ্গান মনস্ক, প্রগতি শীল এর পরিভাষা।

মূলত অবিশ্বাস থেকেই এই ধর্মের উৎপত্তি।

বিশেষ করে ইসলাম ধর্মে বিদ্ধেষ ছড়ানো এদের টার্গেট।

মিডিয়া এ বিদ্ধেষ কে মুক্তমনা আক্ষায়িত করে তাদের সাপোর্ট দিয়ে থাকে।

আমাদের মত ক্লাস নাইন অব্দি ধর্ম বই পড়া ধর্মঙ্গানী রা এ ধর্মের প্রাথমিক বৈধতা দিয়ে থাকে।।

তাদের সংখ্যা অনেক কম।ক্যাটাগরি তে কিছু বই লেখক,মিডিয়া কর্মী,ব্লগার,সামাজিক ও রাজনৈতিক নেতা রা বিশেষ করে জড়িত।

তারা সচেতন হিসেবে সমাজে বিস্তার লাভ করতে চায়।তাই ধর্ম সচেতনা কে ধর্মান্ধ আখ্যায়িত আর ধর্মান্ধ দের ধর্মগুরু পরিচয় করিয়ে দিয়ে ফায়েদা নিয়েছে।সুতরাং আজ তারা প্রকাশ্যে স্বঘোষিত ধর্মবিদ্ধেষি পরিচয় দিয়ে ধর্মের বিরুদ্ধে কার্যক্রমে লিপ্ত।

বিষয়: বিবিধ

১২৮৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312664
০৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৫৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আর কিছুদিন পর নতুন ধর্ম আর পুরাতন ধর্মের মাঝে যুদ্ধ বেঁধে যাবে।
312666
০৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:০৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : কিয়ামতের নিকটবর্তী সময় সম্পর্কে হাদিসে বলা হয়েছে, হাসান ইবনে সাব্বাহ (রঃ)...আনাস বিন মালিক (রাঃ) বর্ণিত। তিনি বলেন, রাসূল (সাঃ) বলেছেন, লোকেরা পরস্পরে প্রশ্ন করতে থাকবে যে, আল্লাহ সবকিছুরই স্রষ্টা, তবে তাকে কে সৃষ্টি করলেন? (বুখারী-৬৭৯৮)
312690
০৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
312716
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:২৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধর্ম বিদ্ধেষীদের বিরুদ্ধে আমাদের যা করার তা হলো নিজের জায়গা থেকে যেরকম সম্ভব প্রতিবাদ করা
312788
০৪ এপ্রিল ২০১৫ রাত ০১:১৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : যথাযথ বিশ্লেষন কম কথার মধ্যে.... অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা।
313373
০৭ এপ্রিল ২০১৫ রাত ১২:৫০
আশাবাদী যুবক লিখেছেন : ধর্ম হল সেই নিয়মের সমষ্টি যা ব্যক্তিক্ চালিত করে ৷
ধর্মবিদ্বেষীদের বা নাস্তিকদের চালিত করে শয়তানের নিয়ম ৷ তাই বলা যায় ধর্মবিদ্বেষীতা বা নাস্তিকতা একপ্রকার শয়তানী ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File