ইসলাম ও প্রগতিশীল

লিখেছেন লিখেছেন sadhin ৩০ অক্টোবর, ২০১৪, ১২:৩১:৪৬ দুপুর

প্রগতিদের প্রথম আক্রোশ ইসলামে নারী বৈষম্য।দেখি ইসলাম কি বলে

১) #সম্পাদ>> 'নারী পুরুষের তুলনায় অর্ধেক সম্পাদ পায়।কিন্তু উত্তরাধীকারের মধ্য ৮ শ্রেণীর নারিরা সম্পাদ পায় অপর পক্ষে পুরুষেরা পায় ৪ শ্রেণীর। প্রগতিদের চক্ষে প্রথম অংশ অব্দি সীমাবদ্ধ।। ইসলামে পরিবারের সকল অর্থনৈতিক ভার পুরুষদের দিয়েছে নারিকে নয়।

কিন্তু প্রগতিদের সম্পাদ নীতিতে এক এক জন এক এক তত্ত্ব দিয়েছে..

#পর্দা প্রথা >> ইসলাম নারীকে দিয়েছে শালিন পোষাক।পর্দার মধ্যে থেকে নারিরা অনেককিছু করতে পারে।।

প্রগতিদের কাছে প্রশ্ন আপনাদের বোনদের কে জিরো সাইজের পোষাকে নগ্ন মোডেল কে নারী স্বাধীনতা বলছেন?? নৈতিক ধর্ম কি প্রগতিদের থাকতে নেয়??

#পরিবার তত্ত্ব>> বিবাহের মাধ্যমে নতুন আরেকটি পরিবার সৃষ্টি হয়।বিয়ের ক্ষেত্রেও ইসলাম নারীর পছন্দের অগ্রাধিকার দিয়েছে।

কিন্তু প্রগতিদের বাবার নাম কি?? কোন হস্ত দিয়ে খাবে আর কোন হস্ত দিয়ে শৌচকার্য করবে ভাবলে কি মঙ্গল জয় হতো??

নারীর সম্পর্কে জগ-গেলাস দৃষ্টিতে দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।পিপাসা পেলে পান করার সরন্জাম প্রয়োজন পান করার পর অবেলা কে ভুলে থাকা শ্রেয়।

পূণ্য এবং পর্ণের পার্থক্য নিয়ে ভাবলে পারমানবিক ধর্মচ্যুত হবে।

বিষয়: বিবিধ

১১৮৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279621
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৬
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ। Rose Rose Rose
279702
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বৃটিশ উত্তরাধিকার আইনে এখনও ভাইয়ের অবৈধ সন্তান বর্তমান থাকলেও কোন ব্যাক্তির কন্য তার সম্পদ এর অধিকার পায়না!!
279706
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৮
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File