ডাবার গুটি
লিখেছেন লিখেছেন sadhin ২২ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৪৫:১২ দুপুর
বাপ গেছে শশুর বাড়ি,মা গেছে বাপের বাড়ি,ছেলে-মেয়ে গেছে নানা বাড়ি,দাদা গেছে বেইয়ের বাড়ি । কিন্তু সবায় এক জায়গাতে গেছে.....কেউ কারোর সাথে দেখা হয়নি???
বলছিনা দ্যা ইকোনোমিস্টের স্কাইপি সংলাপ প্রকাশ মানে আমার পাসওয়ার্ড থাকবে না।।
বলছিনা সুখরন্জন বালী তাঁর আপন ভাইয়ের হত্যার সাক্ষ্য কেবল তিনিই দিতে আসেনি এসেছিল এক 'রাজাকারের' বিরুদ্ধে সাফাই দিতে।so,গুম হওয়ারই কথা!!!
বলছিনা দিলু শিকদারের ভাই সাইদী কে ভাই বলে স্বীকার করেনি কেন??
আমি বলছি দেইল্যা রাজাকার কে??
আমি বলছি ৯৫ জন যুদ্ধাপরাধী কে মুক্তি দিয়ে ৭২-৭৩ ঘাতক-দালাল আইনের মাধ্যমে যারা চিহ্নিত হয়েছিল এবং যাদের অপরাধের প্রমান পাওয়া গিয়েছিল সেই লিস্টে কেন সাইদী রাজাকারের নাম ছিলনা??
বলছি ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারি কেন ১৬৫ জন গুলি করে মারা হয়েছিল??
আমি পিরজপুরের ইতিহাসের বইয়ের ভাষায় কথা বলছি।
আমি বরিশাল আঞ্চলিক মুক্তিযোদ্ধো কমান্ডের ভাষায় বলছি।
আমি ঢাবি আইনের স্যার আসিফ নজরুল,নিউ এইজের সম্পাদক নূরুল কবিরের ভাষায় বলছি।।।
বিষয়: বিবিধ
১৩৬২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই দুই জন্য ব্যক্তি হল জ্ঞানপাপী, চালাক আর ধূর্ত। তারা তাদের স্বার্থকে ঠিক রেখে ধান বানানোর মত করে কথার রাজ্যে ঘুরতে থাকে। অনেক ধন্যবাদ
এই সহজ কথাটা অনেকেই বুঝেননা- এটা আরো বেশী কষ্টের!!
মন্তব্য করতে লগইন করুন