পরিবেশ দূষণ রোধে বায়ো এনজাইম

লিখেছেন লিখেছেন অভী টেক্স ০৮ আগস্ট, ২০১৩, ০৩:১১:১৩ দুপুর



আঠারো শতাব্দীর প্রথম দিকে ইউরোপে শিল্প বিপ্লব ঘটে।ইংল্যান্ডে পোশাকশিল্প কারখানা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ফলে আমাদের এখানকার চাষীদেরকে কাপড়ের মান বজায় রাখার জন্য ব্যবহ্ ত নীল চাষ করাতে বাধ্য করা হয়।পোশাকশিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প।কোন দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটকে আমূল পরিবর্তন করে দিতে পারে এই শিল্প।কিন্তু কোন দেশই এই সোনার ডিম পাড়া হাসকে বেশিদিন ধরে রাখতে পারেনি বা রাখেনি।কেননা,পোশাকশিল্প কারখানাগুলো পরিবেশ দূষনের প্রধান বাহন হিসেবে সবসময়ই ব্যবহ্ ত হয়ে আসছে।তাইতো ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হলেও তা কালক্রমে বিভিন্ন ইউরোপিয়ান দেশঘুরে চীনের মাধ্যমে এশিয়াতে পোশাকশিল্প বিস্তার লাভ করেছে।বর্তমানে এশিয়াতে পোশাকশিল্পের এই জয়জয়কারের আরেকটি গর্বিত অংশীদার বাংলাদেশও।

বর্তমান সময়ে চীন তাদের পোশাকশিল্পের বাজার গুটিয়ে নেবে বলে শোনা যাচ্ছে।চীন যদি এই বাজার গুটিয়ে নেয় তবে আদতে লাভ হবে বাংলাদেশেরই।

কিন্তু কেন চীন তাদের এই সোনার ডিমপাড়া হাঁসকে মেরে ফেলতে চাচ্ছে?

এর উত্তর একটাই পরিবেশ দূষন।পোশাকশিল্প কারখানা স্থাপন করায় চীনের প্রাক্ তিক পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।

পোশাকশিল্প কারখানায় যেসকল ক্যামিকেল ব্যবহার করা হচ্ছে তা পরিবেশের ব্যাপক ক্ষতি করছে।এখন এর সমাধান কি?

এর সমাধান বের করেছে বিশ্বের সবচেয়ে বড় বায়ো এনজাইম নিয়ে কাজ করা প্রতিষ্ঠান নভোজাইম।তারা এসব কেমিকেলের বদলে বিভিন্ন বায়ো এনজাইম ব্যবহার করার বদলে পোশাকশিল্পের এই ক্ষতিকর দিকটাকে মুছে দিতে পারবে বলে আশা করা যাচ্ছে।

কি ,বেশ খুশি হলেন মনে হচ্ছে?খুশি হবারই কথা।কিন্তু একবার ভাবুন তো বায়ো এনজাইম ব্যবহারের মাধ্যমে যদি পরিবেশ দূষন রোধ করা যায় তবে চীন কি তাদের পোশাকশিল্পের বাজার কখনো গুটিয়ে নেবে?

বিষয়: বিবিধ

৯৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File