জিএসপি নিয়া অনেক কচকচাই,কিন্তু বুঝিই না জিএসপি কি?এই পোষ্টেই বুঝুন জিএসপি কি!!!

লিখেছেন লিখেছেন অভী টেক্স ০৮ আগস্ট, ২০১৩, ১১:১৭:১২ সকাল

আমরা টেক্সটাইল ইন্জ্ঞিনিয়ারিং পড়ছি।স্বভাবতই জিএসপি সংক্রান্ত বিভিন্ন ইস্যুতেলোকজন আমাদের কথা শুনতে চায়।কিন্তু দুঃখের বিষয় হলো কয়জনইবা আমরা জানি জিএসপি কি?জিএসপি সুবিধা পেলে বাংলাদেশের লাভ বা ক্ষতি কি এ সম্পর্কে কোন আইডিয়া আছে আমাদের?না থাকলে নিচের পোষ্টটি পড়ে দেখুন,

জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস, অথবা জিএসপি (ইংরেজি: Generalized System of Preferences, GSP) বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিওটিও) এর সাধারণ নিয়ম থেকে ছাড় দেয়ার একটি প্রথাগত পদ্ধতি, (পূর্বে যা জেনারেল এগ্রিমেন্ট অফ ট্যারিফ এন্ড ট্রেড বা গ্যাট নামে পরিচিত ছিল)। বিশেষ করে, এটি সর্বোচ্চ বিশেষ সুবিধাপ্রাপ্ত নীতি (মোস্ট ফেবারড নেশন - এমএফএন) থেকেছাড় দেয়ার একটি আনুষ্ঠানিক পদ্ধতি যেখানে এমএফএন কোনো ডব্লিওটিও সদস্যরাষ্ট্রকে অন্যসকল ডব্লিওটিও সদস্যরাষ্ট্র হতে আসা আমদানীকে সমানভাবে গণ্য করতে বাধ্য করে। প্রকৃতপক্ষে, এমএফএন অনুযায়ী সমান শুল্ক আরোপের মাধ্যমে অন্য সকল ডব্লিওটিও সদস্য রাষ্ট হতে আসা আমদানীর সাথে সমানভাবে আচরণে বাধ্য করে।

এছাড়াও জিএসপি ধনী রাষ্ট্রগুলোর শুল্ক না কমিয়ে, অনুন্নত রাষ্ট্রগুলোর জন্য শুল্ক কমাতে এমএনএফ এ ডব্লিওটিও সদস্য রাষ্ট্রকে ছাড় দিয়ে থাকে।

বিষয়: বিবিধ

১৬৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File