দুরাত্মা
লিখেছেন লিখেছেন taslima ১৫ মার্চ, ২০১৪, ০৩:১৮:৪৬ রাত
এক বাঘ পাহাড়ের ঝরনায় পানি পান
করতে করতে দেখলো , কিছু
দূরে নিচের দিকে এক মেষশাবক
পানি পান করছে ।
সে মনে মনে ভাবলো আজ এই মেষশাবক
দিয়া ক্ষুধা মিটাবো । কিন্তু ,
বিনা দোষে আক্রমণ করলে ভাল দেখায়
না ।তাই ,
একটা দোষে অপরাধী করে হত্যা করার
সিদ্ধান্ত নিল । বাঘ মেষশাবকের
সামনে এসে বললো , ওই বদেরহাড্ডি ।
তোর এত বড় সাহস , আমি পানি পান
করছি আর তুই পানি ঘোলা করিস ?
মেষশাবক ; কি বলেন স্যার ,
আমি কেমনে আপনার
পানি ঘোলা করলাম ? আমি নিচে আর
আপনি উপরে পানি পান করছেন ।
নিচের পানি ঘোলা করলেও উপরের
পানি ঘোলা হতে পারেনা ।
বাঘ ; সে যা হোক , তুই এক বছর
আগে আমার নামে নিন্দা করছিস ? আজ
তোকে তার শাস্তি পেতে হবে ।
মেষশাবক ; আপনি অন্যায় আদেশ
করছেন ? এক বছর আগে আমার জন্ম
হয়নি ।
বাঘ ; তা সত্য বটে , সে তুই না , তোর
বাপ আমার নিন্দা করছিল । যাই হোক ,
তুই কর আর তোর বাপ করুক একই কথা ।
আমি তোর কোনও কথা শুনতে চাই না ।
এই বলে বাঘ মেষশাবকের উপর আক্রমণ
করে হত্যা করলো ।
.
.
.
মরাল ::::: দুরাত্মার ছলের অভাব
নাই ।
বিষয়: বিবিধ
১০৩৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন