আসুন আমাদের সৎ প্রবৃতি গুলোকে ফসলের সাথে তুলনা করে দেখি, কে কতোটা বীজ থেকে ফসল ঘরে তুলতে পারিঃ

লিখেছেন লিখেছেন জাতগোক্ষুর ২৭ আগস্ট, ২০১৩, ০৫:২৫:২৭ সকাল



✿ যদি আমি সততার বীজ বপন করতে পারি তবে আমি অন্যের বিশ্বাসের ফসল উৎপাদন করতে পারবো।

✿ যদি আমি ভালো ব্যাবহারের বীজ রোপণ করি, তবে জীবনে অনেক ভালো বন্ধু পাবো।

✿ আমি যদি অধ্যাবসায়ী ও সৎ হই তবে জীবনে পরিপূর্ণ শান্তি পাবো।

✿ যদি অন্যকে গুরুত্ব দেই তবে অন্যের মনোযোগ পাবো।

✿ যদি আমি পরিশ্রমের বীজ লাগাই তবে সাফল্যের ফসল ঘরে তুলতে পারবো।

তাই এখনি সতর্ক হোন, কোন বীজ আপনি রোপণ করবেন। যেমন বীজ রোপণ করবেন , ফসল পাবেন তেমনি।।

মনে রাখবেন, "জীবনকে আপনি যা দিবেন, জীবন ও আপনাকে সেটাই ফেরত দিবে"

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File