চারিদিকে শুধু মিথ্যা

লিখেছেন লিখেছেন জাতগোক্ষুর ২৩ আগস্ট, ২০১৩, ০১:২০:১৮ দুপুর

চারদিকে শুধু মিথ্যা ! ঠকানো !প্রতারনা ! কে কাকে ছোট করবে ! কাকে কে দুই টাকা কম দিবে । খুব কাছের মানুষ গুলোই বেশি করছে । কেনো যেনো মায়া জিনিস টা কোনো কাজ ই করছে না । মানুষ এর ভিতর নিষ্ঠুরতার পরিমান এতোই বেড়ে গেছে । মানুষ এর সাধারন বিচার বুদ্ধী সব লোপ পাচ্ছে । মিথ্যা বলে মানুষ খুব নির্বিকার থাকছে । নুতুন করে মিথ্যা বলার প্রস্তুতি নিচ্ছে । অন্যের দুঃখ দেখে অট্ট হাসিতে ফেটে পরছে । প্রিয়ার চোখের পানি আর যেনো হৃদয় নাড়া দেয় না । সবাই নিজেকে নিয়ে ভাবে । খুব বেশি সার্থপর সবাই। কাউকে কাঁদিয়ে মানুষ আনন্দ খুঁজছে ! কারো সুন্দর, কারো হাসি কারো সজ্য হচ্ছে না । একটু আগেই হাত মিলানো বন্ধুটি ঠিক উল্টো হাতেই ধারালো ছুরি নিয়ে অপেক্ষায় আছে।

এ কোন বিভীষিকি !!!! এ কোন পৃথিবী !!! এই পাপের বোঝা কিভাবে নিবো । সৃষ্টিকর্তার ভয়াবহ অভিষাপ আমাদের ছাড়বে না । উনার ক্ষমতা কে আমরা জেনো ভুলে না যাই ।

মানুষ যখন মানুষ কে ক্ষমা করে না তখন আল্লাহ ও তার উপর থেকে ফিরে তাকায় না ।

বিষয়: বিবিধ

১৪১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File