সামথিংয়ে এভরিথিং বরবাদ হতে পারে!
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ১৯ ডিসেম্বর, ২০১৫, ০২:২৯:৫২ দুপুর
ডিজিটাল স্কয়ার হাসপাতালের এমডি স্যারের সাথে গল্প করছিলাম। তিনি একজন দ্বীনদার মানুষ। বিভিন্ন আলাপচারিতার মাঝে তিনি তার মেডিকেল জীবনের একটি অভিজ্ঞতা শেয়ার করলেন। তিনি বললেন, “সাজিদ! আপনাকে আমি টয়লেটে টিসু ব্যবহার না করার ভয়াবহ পরিণতির কথা বলি।
একদিন ফিফটি আপ একজন রোগী এসেছিলেন পেশাবের সমস্যা নিয়ে। বিভিন্ন চেকআপ ও হিস্ট্রি নিয়ে বুঝলাম, দীর্ঘদিনযাবত পেশাবের পর টিসু ব্যবহার না করার কারণেই তার লিঙ্গমুখে ইনফেকশান হয় গেছে।
এটা হওয়ার কারণ, একজন পুরুষ যখন পেশাবের পর টিসু ইউজ না করে, তখন পেশাব পুরোপুরি ক্লিয়ার হয়না, নালিতে বা লিঙ্গমুখে কিছু পেশাব আটকে থাকে। যা পুরুষাঙ্গের মাথায় বিভিন্ন ধরনের ইনফেকশান সৃষ্টি করে।, কারণ পেশাব এক ধরনের এসিড। হয়ত তাৎক্ষনিক কানো সমস্যা দেখা দেয় না। বাট আফটার ফোর্টি বা ফিফটি, এই এসিডের প্রভাবে ইনফেকশানাল ডিজিজ হওয়ার সম্ভাবনা প্রবল। কোনো কোনো রোগীর ক্ষেত্রে অবস্থা এতটাই গুরুতর হয় যে, পেশাবের নালির অগ্রভাগ বন্ধ হয়ে যায়। আর তখন আমাদের বাধ্য হয়ে অপারেশন করে নিচ থেকে পেশাবের নালিমুখ বের করে দিতে হয়।
তিনি বললেন, মেয়েদের বেলায় বিষয়টি আরো গুরুতর!
মেয়েদের মলদ্বার ও যোনিমুখ খুব কাছাকাছি। ফলে মেয়েরা যদি মলত্যাগ করার পর টিসু ইউজ না করেই পানি ব্যবহার করে, তবে মলের মাঝে থাকা বিভিন্ন জীবানু যোনিপথ দিয়ে খুব সহজেই প্রবেশ করে এবং বিভিন্ন মারাক্তক রোগের সৃষ্টি করে। যা দ্বারা সঙ্গী হিসেবে স্বামীও অজান্তেই বড় ধরনের ডিজিজে আক্রান্ত হয়। একপর্যায়ে যৌনজীবন অকালেই প্রাণ হারায়”।
__________
টয়লেট শেষ করার পর টিসু ইউজ না করার পরিণতি যে কতটা ভয়াবহ, তা মানুষ চিন্তাই করতে পারেনা, কারণ ক্ষতিকর এই প্রক্রিয়া সম্বন্ধে অনেকেই জানেনা। বর্তমান বিজ্ঞান সুন্নত পালনের বহু উপকারিতা আবিস্কার করেছে। মানুষের সসীম জ্ঞানের সীমাবদ্ধতায় আরো অনেক উপকারিতা অজানাই রয়ে গেছে। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সামগ্রিক জীবনে, সুন্নত পালনের মধ্য দিয়ে, সুস্থ ও সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন।
বিষয়টি গুরুত্বপূর্ণ ভেবে পোষ্ট করেছি। কেউ বিব্রত হলে আমি বিপাকে পড়বো। ধন্যবাদ।
বিষয়: বিবিধ
১৮২৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাসপাতালের সাথে সম্পর্কিত ব্যক্তির রেফারেন্সে কথা বলাতে একমত না হওয়াটা কঠিন, তবু বলতে হচ্ছে-
টিস্যু ব্যবহারের উপকারিতা আছে বটে, কিন্তু পুরুষের মূত্রনালীর ইনফেকশন বা মহিলাদের অন্যত্র সংক্রমনের যে কথা বলেছেন তা নিতান্তই ধারণাপ্রসূত, বাস্তবে এমনটা কদাচিত ঘটতে পারে, তা-ও অন্য কারণ যুক্ত না হলে নয়!
যাঁরা টিস্যু ব্যবহার করেন এবং যাঁরা করেন না তাঁদের মাঝে জরীপ চালিয়ে দেখতে পারেন মূত্রনালীর ইনফেকশন কাদের বেশী হয়!!
মূত্রনালীর ইনফেকশনের জন্য মূলতঃ লাইফস্টাইল ও খাদ্যোপাদান দায়ী, টিস্যু ব্যবহার না করাটা নয়!!
[এমডি সাহেব নিজে ডাক্তার কি না তা অবশ্য বলেননি]
বিষয়টি পরিবেশনের জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ
দীর্ঘদিনযাবত পেশাবের পর টিসু ব্যবহার না করার কারণেই এটার সপক্ষে কোন গবেষণাতথ্য থাকলে মেহেরবানী করে পোস্ট করুন, অনেকের সাথে আমিও উপকৃত হবো!!
আমিও টিস্যু বলতে ঢিলা কুলুপ(কুলুখ) বুঝেছি/বুঝিয়েছি!
দীর্ঘদিনযাবত পেশাবের পর টিসু ব্যবহার না করার কারণেই তার লিঙ্গমুখে ইনফেকশান- এ কথাটিধারণাপ্রসূত না হওয়ার পক্ষে কিছু থাকলে জানতে চেয়েছি!
এটাই আমার মন্তব্যের সারকথা!
আমি বিষয়টি অন্যকে বলার আগে তথ্যপ্রমানসহ শতভাগ নিশ্চিত হতে চাই!!
আশা করি আপনার সাহায্য থেকে বঞ্চিত হবোনা!!
রাগ করলেন নাকি??
আল্লাহর ওয়াস্তে মাফ চাই!!
ভবিষ্যতে সতর্ক থাকবো ইনশাআল্লাহ!!
মন্তব্য করতে লগইন করুন