কবিতাঃ শেষ বিকেল!
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ১২:২৮:৪৮ দুপুর
জীবনের শেষ বিকেল
যখন এসে যায়,
তখন বারেবারে মন চায়
পিছনে ফিরতে,
জীবনের পাতাগুলো উল্টাতে!
কতশত ঘটনায়,
কত আনন্দ বেদনায়,
জীবনের পৃষ্ঠা হয়েছে ভারী!
আমি অধম এই বিকেল বেলায়
জীবন পাতার মাঝে
নেক আমল খুঁজে মরি।
কিন্তু কেন?
কেন আজ এত অস্থির আমি?
কেন বুঝিনি? জীবন খেলনা নয়!
পরকালের তরে এই দুনিয়ার
দু’দিনের জীবন, বড়ই দামী?!
জানি, যাবই যেহেতু ফিরে
স্থায়ী নীড়ে,
তবে আগে কেন করিনি হিসেব
পিছনে ফিরে?
বিষয়: বিবিধ
২৮৪৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন