স্মৃতির পাতায় ছোটবেলা!
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:২৭:০৩ দুপুর
এক বন্ধুর অফিসে গেলাম, বিভিন্ন বিষয়ে অনেকক্ষণ আলাপ করার পর, আমাকে বসতে বলে ও কী একটি কাজের জন্য বাইরে বেরুলো। আমি খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি, এমন সময় কিছু বাচ্চাদের রোদের মধ্যে ক্রিকেট বল নিয়ে লাফালাফি ও ছুটাছুটি করতে দেখলাম। কিছুক্ষণ পরে এক বাচ্চার মা এসে বকুনি দিয়ে তার বাচ্চাকে বাসার দিকে নিতে যাচ্ছিলেন, এমন সময় বাচ্চাটা চিৎকার দিয়ে উঠলো, 'আমি যাবোনা, আমি যাবোনা, আমি ওদের সাথে খেলবো' বলে কান্না করতে লাগলো। বাচ্চার মা অনেক্ষণ জোরাজুরি করার পর একটা চড় দিয়ে বসলেন। জোর করে কোলে তুলে নিয়ে বাসার দিকে গেলেন।
একটি দীর্ঘনিঃশ্বাস বেড়িয়ে এলো হৃদয় থেকে! এই শহুরে শিশুদের দুষ্টমী দেখে শৈশবের সেই উরন্ত দুষ্টমী জীবনের কথা মনে পড়ে গেলো। আহ, যদি ছোট হয়ে যেতে পারতাম আবার! যদি সেই দুরন্ত জীবনে ফিরে যেতে পারতাম আবার! তবে কতই না ভালো হত। সেই ছোটকালে, কোনোরকমে স্কুল শেষ করে, বাড়িতে না গিয়েই নদীর পানে ছুটতাম বন্ধুরা মিলে একসাথে। ব্রিজ আর বড় বড় গাছের উপর থেকে লাফিয়ে স্রোতের মাঝে পড়তে কত যে আনন্দ ছিল, তা বলে বুঝাবার নয়। চোখ বুঝলেই যেন আজও সেই আনন্দে হৃদয় দুলে ওঠে।
যখন বর্ষাকাল আসতো, এমনও হয়েছে পড়া পারিনা, জানি স্কুলে গেলেই মার খেতে হবে, তখন ইচ্ছে করে হোঁচট খেয়ে কাপড় নষ্ট করে, ঢং করে পায়ে ব্যথা নিয়ে কান্নারত অবস্থায় ফিরে আসতাম বাড়িতে। প্রথম প্রথম পার পেতাম, কিন্তু যখন মা জানতে পারলো এসব আমার ঢং, তখন সেকি বকুনি আর মারুনি! উহ! পিঠটা বোধহয় আজও জ্বলছে!
আজ বুঝি, মায়ের ঐ শাসন আর নিয়মিত পরিকল্পিত পরিচর্যায়, আজ আমি খোকাটা একটু বড় হয়েছি। শৈশবের সেই স্মৃতি হাতড়াতে গিয়ে, হাসি-আনন্দের মিশ্র অনুভূতির মাঝে, মায়ের সেই অফুরন্ত ত্যাগ আর ধৈর্যের কথা স্মরণ হওয়া মাত্রই, হৃদযের আবেগটা উৎলে উঠে! চোখের কোণ দিয়ে কান্নারা নেমে আসে কপোল বেয়ে।
কখনো দুষ্টমী করে কারো সাথে কোনো অন্যায় করে ফেললে, তার ছেলেকে অন্যকেউ বকবে বা মারবে, মা তা সইতে পারতোনা। তাই অন্য কেউ বকার আগে মা নিজেই বকত এবং মারত। তারপর এক কোণায় বসে একা একা কাঁদতো
এই হল 'মা'। যে মা আদর করে, বুকে আগলে রাখে, আবার মারে, মেরে নিজেই ব্যথা পেয়ে আবার একা একা কাঁদে! যে মা রাত কে রাত ঘুমহীন পার করে। যে মা সন্তানের সুখের জন্য নিজের সকল সুখকে বিসর্জন দেয়। সেই মায়ের জন্য, আল্লাহর কাছে নামাজান্তে মোনাজাতে কায়মনোবাক্যে বলি__
"রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা" অকুর "রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা"
বিষয়: বিবিধ
১৫৮৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা"
যথার্থ বলেছেন, সহমত
স্মরণ করিয়ে দিলেন, অনেক ধন্যবাদ,
জাযাকাল্লাহ..
"রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা" অকুর "রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা"
মন্তব্য করতে লগইন করুন