বিবাহ করারই বা আর কী দরকার? বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে আজকাল খুব ব্যস্ত যুব সৈন্যরা!
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ০১ জুন, ২০১৫, ০৬:০২:৩১ সন্ধ্যা
ছেলেরা যদি নিজেদের পায়ে দাঁড়িয়ে বিবাহ করতে চায় এই বাংলাদেশে,তবে অধিকাংশদেরকেই ৩০ এর উপরের কোঁঠায় গিয়ে বিবাহ করতে হয়| এর আগে বাংলাদেশে প্রায় অসম্ভব|এক্ষেত্রে আমি শিক্ষা ব্যবস্থাটাকেই দায়ী করবো| এমন একটা সেকেলে পদ্ধতিতে শিক্ষা দেয়া হয়, যে শিক্ষা নিয়ে তারা না পারে নিজ উদ্যোগে কিছু করতে আবার না পারে সহজে একটি চাকুরী নিতে| তাই ফলাফল সবদিকেই ভয়াবহ রকমের নেগেটিভ|
এই ঢাকার শহরের অধিকাংশ বাসাতে কত ঘটনা, দুর্ঘটনা প্রতিনিয়তই 'ঢাকা' থেকে যায়, তার হদিস নেই| কে রাখে কার খবর? অবিবাহিতদের কথা আর কী বলবো, সিংহভাগ রসাতলে যাচ্ছে দিনদিন| কিন্তু ঘরের খবর, যেমন স্বামীর খবর না রাখছে বউ, আবার বউ নিয়েও অতটা মাথা ঘামায় না স্বামী| সময়ে অসময়ে কে কোথায় যায়, কী করে, তার খবর রাখা তো দূরের কথা,অনেকে জানতেও চায়না কখনো| এরফলে এমনসব অনৈতিক অপকর্ম অহরহ ঘটছে, যা অনেকটা ওপেন সিকরেট এর মত|
আজকাল চেটিং ডেটিং এবং ফিটিং এমন সস্তা ধরনের শিল্প হয়েছে যে, রিকশাওয়ালারা পর্যন্ত এ শিল্প চর্চায় অনেকটা সময় ব্যয় করে| বাকিদের কথা বুঝে নিলেই ভাল| বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত যুব সৈন্যরা যেন যুদ্ধ করছে নেতার স্বপ্ন পূরণে| তাই কিউরিয়াস মাইন্ড ওয়ান্ট টু নো, এটা নেতার ক'নম্বর স্বপ্ন ছিল?
_সাজিদ আল সাহাফ
বিষয়: বিবিধ
১৪৩৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লেখার শেষে আপনার নাম লেখার প্রয়োজনীয়তা তরজমা করে বলুন! প্লিজ।
মন্তব্য করতে লগইন করুন