মডুদের কাছে আমার ৬ (ছয়) দফা দাবি!
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ৩০ অক্টোবর, ২০১৪, ০৩:৫২:৫২ দুপুর
আজকে এই পোষ্টের মাধ্যমে আমি মডুদের কাছে ৬ (ছয়) দফা দাবি পেশ করছি।
অধিকার কেউ কাউকে দেয়না, অধিকার আদায় করে নিতে হয়। সমস্যা থাকবে তার মানে এই নয় যে, সেটা দীর্ঘদিন জমে থাকবে। যদি তাই থাকে, তবে দিন দিন ব্লগার হারাতে হবে। ইতিমধ্যে অনেক ব্লগাররা তাদের সমস্যার কথা বলতে বলতে সমধান না পেয়ে বিরক্ত হয়ে দূরে সরে আছেন। এভাবে চলতে থাকলে, চলে যাওয়ার এই সংখ্যা রাড়বে বৈ কমবে না। তাই ব্লগারদের ধরে রাখার জন্য আমি মডুদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি এবং ছয় দফা দাবি পেশ করছি।
।।______আমার ৬ (ছয়) দফা দাবিগুলো নিম্নরূপঃ-
১. বার্তা সিস্টেম চালু করা।
২. ব্লগারদের ইমেইল ও ফিডব্যাকের দ্রুত রিপ্লাই দেয়া এবং যথা সম্ভব দ্রুত সমস্যার সমাধান দেয়া। একান্তই সমাধানে অপারগ হলে, কনভেনসিভ রিপ্লাই করা।
৩. পোষ্ট ও মন্তব্য ব্লগারদের সম্পদ। যা একবার খুয়ালে আর পাওয়া যায়না। তাই এই বিষয়টির রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।
৪. একাউন্ট সেটিং এর অপশন চালু করা। যা দ্বারা ব্লগাররা তাদের প্রাথমিক সকল সমস্যা নিজে নিজেই সমাধান করতে পারেন।
৫. পোষ্ট স্টিকি করার ক্ষেত্রে মানকে নিশ্চিত করা এবং সাহিত্যের সকল শাখার পোষ্টকে ক্রমান্বয়ে স্টিকি করা।
৬. প্রতিযোগিতার আয়োজন নিয়মিত করা এবং পুরস্কার পর্ব সফল ও সুন্দরভাবে শেষ করা।
সুপ্রিয় ব্লগার বন্ধুরা!
আমার সাথে আপনিও যদি একমত হন তবে আওয়াজ দিন, কমেন্টে ঝড় তুলুন। আপনিও পোষ্ট দিন।
বিষয়: বিবিধ
১১৭১ বার পঠিত, ৪৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে ছয় দফা শুনতে খারাপ দেখায়!!
ছয় দফা এক দাবি!মানতে মানতে হবে!
ছয় দফা এক দাবি!মানতে মানতে হবে!
ছয় দফা এক দাবি!মানতে মানতে হবে!
ছয় দফা এক দাবি!মানতে মানতে হবে!
১. বার্তা সিস্টেম চালু করা। এটা আমি চাই না কারন ব্যক্তিগত ভাবে কারো সাথে যোগাযোগ করতে চাইলে আরো অনেক ওয়ে আছে ।
৪. একাউন্ট সেটিং এর অপশন চালু করা। যা দ্বারা ব্লগাররা তাদের প্রাথমিক সকল সমস্যা নিজে নিজেই সমাধান করতে পারেন।
এটাও আমি চাই না ।এটা আমাদের হাতে দিয়ে দিলে আমার মনে হয় না ভাল কোন রেজাল্ট বয়ে আনবে । হয়ত এটাই হত ১ মাসে নাম পরিবর্তন করতে করতে ব্লগার সাজিদ আল সাহাফ থেকে শুধু সাহাফে এসে পড়ত ।
৬. প্রতিযোগিতার আয়োজন নিয়মিত করা এবং পুরস্কার পর্ব সফল ও সুন্দরভাবে শেষ করা।
প্রতিযোগীতা চাই তবে পুরস্কার ছাড়া ।কারন অনেক ব্লগার পৃথিবীর বিভিন্ন দেশে থাকেন ।উনারা যে পুরস্কার দেন তার চেয়ে অনেক বেশী খরচ লাগবে পোষ্ট করতে ।তাছাড়া তিনটা প্রতিযোগীতা যার দুইটার কোন পুরস্কার উনারা দেন নাই ।
তাই আমি মনে করি প্রতিযোগীতা হোক পুরস্কার ছাড়াই । একটা প্রতিযোগীতায় ১ম,২য়,৩য় হওয়া ও কম কথা নয় ।
এগুলো আমার মত ভাইয়া । আমাদের সবার সব মতের সাথে মিলবে এমন নয় ।ধন্যবাদ ভাইয়া ।
বিরূপ মনের বেগুন হলাম সেও মন্দ নয়
আপনার ছয় দফার সাথে আমিও দুই দফা যোগ করলাম-
** প্রথম পাতা টা বিশেষ রাখতে হবে। অর্থাৎ পোস্টের কাল নির্ধারণে নয়, প্রথম পাতার লেখা গুলো হতে হবে মান, রেটিং ইত্যাদির উপর ভিত্তি করে। অবশ্য এটার জন্য আলাদা পাতা খুললেও সমস্যা নেই।
** বিশেষ মতাদর্শের বাড়াবাড়ি থেকে ব্লগকে দূরে রাখতে হবে। ভিন্নমত মানেই তীর্যক সমালোচনার আঘাতে জীর্ণ করা, এমন মানসিকতা পরিহারের ব্যবস্থা করতে হবে। অবশ্য মুখোশধারী দালালদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য নয়।
চালিয়ে যান, দেখি মডু মহাশয়দের সুখ নিদ্রা ভাঙে কিনা।
একটি বিষয় খুবই লক্ষ্যণীয়। দু একজন ব্লগার আছে, যারা এ ব্লগে নিয়মিত নয়। তাদের লেখার মান ও এমন নয় যে শিহরিত হবার মত। কিন্তু লক্ষণীয় হল এরা যাই লিখে িষ্টকী হয়ে যায়। এ ব্লগে নিয়মিত ব্লগিং করা ব্লগারদের এটি আহত করে। ওরা বুঝতে পারে বৈষম্য।
নিরবে লিখেছেন : ২,৩,৫ নং এর সাথে একমত।
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এ দু্ই জনের সাথে একমত।
নিরবে লিখেছেন : ২,৩,৫ নং এর সাথে একমত।
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এ দু্ই জনের সাথে একমত।
আমিও উনাদের সাথে ১০০% একমত।
নিরবে লিখেছেন : ২,৩,৫ নং এর সাথে একমত।
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এ দু্ই জনের সাথে একমত।
আমিও উনাদের সাথে ১০০% একমত।
নিরবে লিখেছেন : ২,৩,৫ নং এর সাথে একমত।
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এ দু্ই জনের সাথে একমত।
আমিও উনাদের সাথে ১০০% একমত।
নিরবে লিখেছেন : ২,৩,৫ নং এর সাথে একমত।
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এ দু্ই জনের সাথে একমত।
আমিও উনাদের সাথে ১০০% একমত।
দফা-ধারা সংযোজন-বিয়োজনে অনেক কথা হল! মডু সাহেবানরা দৃষ্টি না দিলে কোনই লাভ নাই!
আপনার আন্দোলনে একাত্মতা ঘোষণা করলাম আমিও!!!
মন্তব্য করতে লগইন করুন