হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) একজন নারীর কথায় হুশ হারিয়ে ফেললেন!
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ১৮ অক্টোবর, ২০১৪, ০২:০৮:৪৩ দুপুর
হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) এর কাছে এক
মহিলা এসে বললো, হযরত! আল্লাহ্ তায়ালা যদি পর্দার
বিধান না দিতেন, পরপুরুষের সামনে নারীর
চেহারা উন্মোচনে নিষেধ না করতেন,
তাহলে আমি আমার নেকাব সরিয়ে দেখাতাম, আল্লাহ্
আমাকে কি রূপ দিয়েছেন। অথচ তারপরও আমার
স্বামী আরেকটি বিয়ে করতে চায়। একথা শুনার পর,
হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) আবেগে মূর্ছিত
হলেন এবং পড়ে গেলেন। চিন্তার বিষয়, হযরত
আব্দুল কাদের জিলানী (রহঃ) একজন নারীর কথায়
কেন হুশ হারিয়ে ফেললেন? যখন তিনি জ্ঞান
ফিরে পেলেন, উপস্থিত লোকজন
তাহাকে জিজ্ঞাসা করলেন, কেন তিনি মূর্ছা গেলেন?
তিনি বললেন, একজন সাধারণ মাখলুক! একজন সাধারণ
নারী! সেও তার ভালোবাসায় অংশীদারিত্ব
মেনে নিতে পারছে না। একবার চিন্তা করুন, সমগ্র
জাহানের বাদশাহ, সৃষ্টিকর্তা, পালনকর্তা, আল্লাহ্
তায়ালা তিনি কীভাবে নিজের অংশীদারিত্ব
মানে নিবেন?
***** আল্লাহ্কে যদি পেতে চাও (মাওলানা তারিক জামিল
(দাঃ, বাঃ))-১৪৩ *****হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) এর কাছে এক
মহিলা এসে বললো, হযরত! আল্লাহ্ তায়ালা যদি পর্দার
বিধান না দিতেন, পরপুরুষের সামনে নারীর
চেহারা উন্মোচনে নিষেধ না করতেন,
তাহলে আমি আমার নেকাব সরিয়ে দেখাতাম, আল্লাহ্
আমাকে কি রূপ দিয়েছেন। অথচ তারপরও আমার
স্বামী আরেকটি বিয়ে করতে চায়। একথা শুনার পর,
হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) আবেগে মূর্ছিত
হলেন এবং পড়ে গেলেন। চিন্তার বিষয়, হযরত
আব্দুল কাদের জিলানী (রহঃ) একজন নারীর কথায়
কেন হুশ হারিয়ে ফেললেন? যখন তিনি জ্ঞান
ফিরে পেলেন, উপস্থিত লোকজন
তাহাকে জিজ্ঞাসা করলেন, কেন তিনি মূর্ছা গেলেন?
তিনি বললেন, একজন সাধারণ মাখলুক! একজন সাধারণ
নারী! সেও তার ভালোবাসায় অংশীদারিত্ব
মেনে নিতে পারছে না। একবার চিন্তা করুন, সমগ্র
জাহানের বাদশাহ, সৃষ্টিকর্তা, পালনকর্তা, আল্লাহ্
তায়ালা তিনি কীভাবে নিজের অংশীদারিত্ব
মানে নিবেন?
***** আল্লাহ্কে যদি পেতে চাও (মাওলানা তারিক জামিল
(দাঃ, বাঃ))-১৪৩ *****
বিষয়: বিবিধ
১৬৬৮ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ সাজিদ আপনাকে ।
শুভকামনা
বইটির কোন কপি কি অনলাইনে পাওয়া যায়??
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আমার এই লেখাটি ভালো করে পড়ুন
ইংল্যান্ড ভ্রমন বাংলাদেশী
আরও জানতে কথা বলুন আমার সাথে।
ধন্যবাদ।
জাযাকাল্লাহ্!
দেশ অপরাধ মুক্ত করা একজন প্রাইভেট গোয়েন্দার দায়িত্ব নয়। এটা একটা দেশের প্রশাসনের দায়িত্ব, কোন কাজ সম্পর্কে বিস্তারিত ধারনা না নিয়ে নিজেকে গোয়েন্দা জাহির করা বড়ই হাস্যকর। গোয়েন্দা হতে হলে প্রচুর গবেষনা করতে হয়, ইনটুইশন ক্ষমতা প্রবল থাকতে হয়। ধন্যবাদ কিশোর
আমার অমি
তাতো মনে হচ্ছে না বোন। না বোন!
কাঁদো ক্যান ? কি হইছে আবার !!!?
তোমাকে ভুলে থাকতে চেয়েছিলাম... কিন্তু পারছি না; খুব কষ্ট হচ্ছে
আবেগ !!? হেইডা আবার কি? খায় না মাথায় দেয় ?
মন্তব্য করতে লগইন করুন