আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতায় অংশ নিন, পুরুস্কার জিতুন!!!
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ১৬ অক্টোবর, ২০১৪, ১১:৪১:১১ সকাল
মেধার যাচাই এবং মেধার বিকাশে এগিয়ে আসুন।
কুইজে অংশগ্রহন করে পুরুস্কার জিতুন।
বিসমিল্লাহির রাহমানির রাহীম
অনলাইন কুইজ প্রতিযোগিতা-১
সৌজন্যে : হৃদয় গলে সিরিজ
প্রশ্নাবলী
১. ‘আল্লাহু আকবার‘ রয়েছে কোন্ কোন্ দেশের জাতীয় পতাকায়?
২. নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন্ নরাধমকে নিজ হাতে হত্যা করেছিলেন?
৩. ‘বাংলাদেশ’ কোন্ লিঙ্গ এবং কেনো?
৪. ‘সাগরকন্যা‘ কোন্ জেলার উপাধি?
৫. ‘বাদশাহ ফয়সাল ফাউন্ডেশন‘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আরব দেশে নোবেল পুরস্কার খ্যাত “বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার” প্রথম কত সালে প্রদান করা হয়?
৬. ‘তোমার পরনের পাঞ্জাবীটা খুব সুন্দর!‘--- এর ইংরেজি কী হবে?
৭. কোনো বস্তুকে হাত দ্বারা স্পর্শ করলে গরম বা ঠাণ্ডা অনুভূত হয় কেন?
৮. কোন্ শব্দটি অশুদ্ধ?
ক. অনুগত
খ. বাধ্যগত
গ. সান্ত্বনা
ঘ. ব্যথা।
৯. পাঁচটি ৩ দ্বারা কিভাবে ১৭ হয়?
১০. “হৃদয় গলে সিরিজ” সম্পর্কে কিছু লিখুন।
নিয়মাবলী
১. এই প্রতিযোগিতায় হৃদয় গলে সিরিজের পেইজ-এডমিনগণ ব্যতীত অন্য যে কেউ অংশ গ্রহণ করতে পারবে।
২. ১০টি প্রশ্ন থেকে যে কোনো ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। [১০নং প্রশ্নের উত্তর আবশ্যক]
৩. আগামী ৩০.১০.২০১৪ইং রাত ১২টার মধ্যে হৃদয় গলে সিরিজের পেইজ অর্থাৎএইখানে ম্যাসেজে উত্তর পাঠিয়ে দিন এই লিংকের ইনবক্সে উত্তর পাঠাতে হবে।
৪. বিজয়ী ১০জনকে সর্বমোট ২০০০টাকার বই পুরস্কার দেওয়া হবে। প্রথম ৩জনকে যথাক্রমে ৬০০, ৪০০ ও ৩০০ টাকার এবং বাকি ৭জনের প্রত্যেককে ১০০ টাকার [হৃদয় গলে সিরিজের] বই প্রদান করা হবে।
৫. ডাক কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরস্কার পাঠানো হবে। এর আগে বিজয়ীদের ইনবক্সে বিজয়-সংবাদসহ অভিনন্দনবার্তা পাঠানো হবে। সেইসঙ্গে তাদের সাথে যোগাযোগ করে পূর্ণ ঠিকানা জেনে নেওয়া হবে। [উল্লেখ্য যে, পূর্ণ নাম-ঠিকানা, ইমেইল এড্রেস ইত্যাদি জানাতে যাদের কোনো আপত্তি নেই তারা উত্তরের নিচে তা দিয়ে দিলে ভালো হয়। এ ব্যাপারে সর্বোচ্চ গোপনীয়তা রা করা হবে]
৬. উত্তর যাচাই-বাছাই করে আগামী ০৩-১১-২০১৪ইং রোজ সোমবার রাত ৯টায় বিজয়ী এবং সঠিক উত্তরদাতা সকলের নাম [অর্থাৎ ফেসবুক আইডি] হৃদয় গলে সিরিজের পাতায় প্রকাশ করা হবে।
৭. অনুর্ধ্ব ১৫০ শব্দে হৃদয় গলে সিরিজ সম্পর্কে লিখতে হবে। আর এর মাধ্যমেই বিজয়ীদের স্থান নির্ধারণ করা হবে।
৮. উত্তর যেকোনো ভাষায় গ্রহণযোগ্য হবে। যাদের মোবাইলে বাংলা অপশন নেই তারা বাংলিশে লিখবেন অথবা নিচের লিংকটির সহযোগিতা নিয়ে বাংলায় লিখবেন-
বাংলা লেখার অপশোনাল লিংক
৯. ১০নং প্রশ্নের উত্তরে যা লেখা হবে তা গঠনমূলক ও সুন্দর হলে সিরিজের পরবর্তী বইগুলোর মতামত বিভাগে ছাপিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ। উল্লেখ্য যে, ১০নং প্রশ্নের উত্তরের জন্য নিচের লিংক দুটি থেকে সহযোগিতা নেওয়া যেতে পারে-
Click this link for help 10 No. Question
Click this link2 for help 10 No. question
***বিশেষ দ্রষ্টব্য : কুইজ সংক্রান্ত যে কোনো সমস্যায় যোগাযোগ করুন------
হেলফ সেন্টার
ব্যবস্থাপনায় : হৃদয় গলে সিরিজ : আন্তর্জাতিক পাঠক ফোরাম
দয়া করে পোস্টটি যে যেখানে পারেন, শেয়ার করুন। অথবা নতুন করে পোস্ট দিন।
বিষয়: বিবিধ
১৭৪০ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার দেয়া লিংকগুলো আরেকবার একটু যাচাই করে দেখলে ভালো হতো। ঠিকমতো এ্যাড হয়নি কিছু লিংক।
সফল হোক..
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন