লাইত্ত্যাল কাজ্জাবকে নিয়ে কিছু কথা!
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ০২ অক্টোবর, ২০১৪, ০৫:০০:১৫ বিকাল
_______দু'পা ফ্রি করে লাইত্ত্যাল কাজ্জাবকে সমানতালে লাইত্যাও।
_______আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন_ "যে ব্যক্তিকে অসুস্থতা, অত্যচারী বাদশাহ্
বা প্রকাশ্য প্রয়োজন
বাধা না দেওয়া সত্ত্বেও হজ্জ সম্পাদন করল
না সে যেভাবে ইচ্ছা মরুক,
ইহুদী হয়ে বা নাসারা হয়ে। (তাতে আমার
যায় আসে না।)’’
।।।_______সামর্থ থাকা সত্ত্বেও হজ্জ্ব পালন না করলে যদি এমন ঘৃণিত পরিণতি হতে পারে। তবে মিঃ লাইত্ত্যা কাজ্জাব(লতিফ সিদ্দীকী) এর কুফুরী প্রলাপ ওকে কোথায় নিয়ে যাবে??? তা আল্লাহ সুবহানাহু অতায়ালাই ভালো জানেন। নিচের হাদিসটি পড়ে লাইত্ত্যা কাজ্জাব এর অবস্থাটা একটু নির্ণয় করে দেখুন।
আবু হোরাইরা (রা.)
থেকে বর্ণিত, তিনি বলেন,
আল্লাহর
রাসূল
সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম
আমাদের উদ্দেশ্যে প্রদত্ত এক
ভাষণে ইরশাদ করেছেন, ‘‘হে মানব মন্ডলী!
আল্লাহ্ তা’আলা তোমাদের উপর
হজ্জকে ফরজ করেছেন।
সুতরাং তোমরা হজ্জ্ব পালন কর।’’
হজ্জ সম্পর্কে রাসূলে পাক সাল্লাল্লাহু
আলাইহে ওয়াসাল্লাম বলেন, ‘‘হযরত আবদুর
রহমান ইবনে সাবিত (রাহ.) থেকে বর্ণিত,
তিনি বলেন, আল্লাহর
রাসূল সাল্লাল্লাহু
আলাইহে ওয়াসাল্লাম এরশাদ করেন,
যে ব্যক্তিকে অসুস্থতা, অত্যচারী বাদশাহ্
বা প্রকাশ্য প্রয়োজন
বাধা না দেওয়া সত্ত্বেও হজ্জ সম্পাদন করল
না সে যেভাবে ইচ্ছা মরুক,
ইহুদী হয়ে বা নাসারা হয়ে। (তাতে আমার
যায় আসে না।)’’
____ লাইত্ত্যা কাজ্জাব (লতিফ সিদ্দিকীর) নতুন নামকরণ। কারণ, লতিফ আল্লাহর ছেফাতি নাম। আর সিদ্দীক অর্থ সত্যবাদী। এই দুটি নামের কোনোটির মানেই তার মাঝে নেই। তাই তার নতুন নামকরণ লাইত্ত্যা কাজ্জাব এর মানে হলো_ ভণ্ড, মিথ্যাবাদীকে সবাই দু'পা ফ্রি করে সমানতালে লাইত্যাও।
বিষয়: বিবিধ
১২৬০ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লেখাটির বিষয়বস্তু ও বক্তব্য যথার্থ
তবে
নাম-বিকৃতি অনুচিত কর্ম-
এর কুফল থেকে আত্মরক্ষা কাম্য
অগ্রীম শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ব্যক্তি ও সমাজ জীবন ত্যাগের আলোকে উদ্ভাসিত হোক
মন্তব্য করতে লগইন করুন