আলেমদের আশ্চর্য কিছু বাস্তব গুন:
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ০১ অক্টোবর, ২০১৪, ০৪:৩৯:০৩ বিকাল
১/ আলেমরা কখনোই নেশা করে না
২/ কোন আলেম যৌতুক
নিয়ে বিয়ে করে না।
৩/ আলেমদের কখনও ঘুমের ওষধ
খেয়ে ঘুমাতে হয় না।
৪/ আলেমদের দাম্পত্য জীবন
সবচেয়ে সুখের।
৫/ প্রথম প্রথম অতি আধুনিক
কোন কোন মেয়ে, আলেম
দেখে নাক সিঁটকালেও
আলেমদের
সাথে বিয়ে হলে বিয়ের
পরে তারা নিজেদের
সৌভাগ্যবতী ভাবে!
৬/ বাংলাদেশের লাল
দালানগুলোতে কোন
সামাজিক অপরাধের
কারণে আলেমদের ঢুকতে হয়
না।
৭/ কোন আলেম
কখনো আত্মহত্যা করেনি।
৮/ কোন আলেম অনাহারে দিন
কাঁটায় না।
৯/ কোন আলেম
নারী নির্যাতনের
মামলায় জড়িত নয়।
১০/ আধুনিকরা যতই
তাদেরকে ঘৃণা করুক না কেন..?
জন্ম, মৃত্যু, বিয়ের সময় তাদেরই
শরণাপন্ন হতেই হয়..!!
এই আলেমরা পৃথিবীর
সবচেয়ে সম্মানিত মানুষ।
Collected
বিষয়: বিবিধ
১৩৭৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১০০ ভাগ সহমত ভাই আপনার সাথে।
লিখাটি ভালো লেগেছে।
জাজাকাল্লাহু খাইর।
তারপরেও অনাধুনিক-পশ্চাদপর-সমাজের বোঝা- আর কত কি শুনতে হয় সন্মানিত আলেম সমাজকে।
উপস্হাপনার জন্য ধন্যবাদ.।
ইলম থাকলেই তাঁদেরকে আলিম বলা যাবে না, যারা ইলম অনুসরণ করে অনুরূপ জীবন যাপন করেন, কথা কাজে গড়মিল নেই, যাদের কার্যকলাপও সমাজের অন্যদের কাছে অনুকরণীয় – তারাই আলিম।
আমাদের সমাজে ভাল আলিম অবশ্যই আছেন, তবে ঐ শব্দের অযোগ্য কিছু ‘জিনিষ ও আছে!
আলিমদের দাম্পত্য জীবন সুখের? কয়জন আলেমের জীবন পর্যবেক্ষণ করে এই তথ্য দেয়া হল? আলিমের আচরণ যদি ‘আদর্শ শ্রেণীর হয়, আল্লাহ্ তাঁকে পুরস্কৃত করবেন এরজন্য, দুনিয়াতে সবার জীবন কি সুখের হয়! এটা দুনিয়া- জান্নাত নয়! আপনি যাদের আলিম বলে মনে করছেন- তাঁদের স্ত্রীদের কাছে জরিপ করুন, দুই চার হাজার আলিমের স্ত্রী বা পরিবার যদি বলে তাঁরা খুব সুখী- তাহলে নাহয় এমন একটা সিদ্ধান্তে আসতে পারেন।
মন্তব্য করতে লগইন করুন