পরীক্ষা!
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:০৮:৩২ দুপুর
পরীক্ষার হলে আছি আমি
পরীক্ষা দিচ্ছি অবিরত...
"বাঁকা মনে" কিংবা "বাঁকা নয়নে"
চারপাশে চোখ ফেরানো দায়!
পাহারায় আছেন দু'পাশে দুজন_
প্রতিমুহূর্তে তারা আমাকে করছেন,
নিবিড় নিরীক্ষণ!
প্রতিদিন পরীক্ষার হলে
বৈচিত্রময় প্রশ্নের দেখা মেলে,
উত্তর দিতে হয় আমাকে
ভেবে চিন্তে হিসেব করে!
মাঝে-মাঝে নফস-শয়তানের ধোকায়,
প্রশ্নোত্তর আমার এলোমেলো হয়,
তখন আমার প্রচণ্ড ভয় হয়!
কি করি উপায়?
পড়ি এস্তেগফার...
গভীর অনুশোচনায়!!!
অনুভবি-কোনো কারণে
এপারের পরীক্ষায় করলে ফেল,
ওপারে পরীক্ষা দেয়ার
সুযোগ পাবোনা পুনুরায়!!
বিষয়: বিবিধ
১১২৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতা হৃদয়ে লাগলো।
আর হারাবেন না আশাকরি।
এভাবে স্মরণে রাখার জন্য,
তোমাকে কী বলতে পারি আমি!!!
রিপ্লাই দেয়ার মত কোনো ভাষা নেই আমার!!!
খুব ভালো লাগ্লো...
[
মন্তব্য করতে লগইন করুন