"শুধু তোমার কারণে...!"
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ২০ জানুয়ারি, ২০১৪, ১২:৪১:৫২ দুপুর
ভালোলাগাকে ভালোবাসায় রূপ দেয়া,
কঠীন হয়ে যায়-
অন্য কিছু নয়, কেবল
তুমিই যখন প্রতিকূলে প্রবাহিত হও...
আর আশাকে নিরাশ করে,
স্বপ্নকে নিয়ে তামাশা করে,
তাচ্ছিল্যে তাড়িয়ে দাও...!!!
ভালোবাসার অভাব আসলে
জীবনকেই কঠীন করে দেয়!
তুমি সেটা বুঝবে কি করে!
অপূরণীয় সেই ঘাটতি জীবনকে তাতায়!
তাতে তোমার কী-বা এসে যায়!
তাতানো জীবন তীলে তীলে শেষ হয়!!!
কেবল তোমার কারণে, শুধু তোমার কারণে_
কলি হয়ে ফোটা জীবন অকালেই ঝড়ে যায়!!!
বিষয়: বিবিধ
১২৫২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর থাকবেন স্বপ্নের মত!!!
কি ব্যাপার...
মন্তব্য করতে লগইন করুন