গল্পরা নির্বাক...!
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ২৫ আগস্ট, ২০১৩, ০১:৪৩:২৮ দুপুর
(আমার আবেদন থাকলো আপনার কাছে, লেখাটি পড়ে কিছু পরামর্শ দান করে যাওয়ার)
আমি গল্প লিখতে বসি বারবার, অনেক মুড নিয়ে, অনেক মেন্টাল প্রস্তুতি নিয়ে, কলম-খাতা অথবা কিবোর্ড-কম্পিউটার নিয়ে গল্প লিখতে বসি। এই বসাবসিতেই কেটে গেছে বহু বছর! আজও হয়ে ওঠেনি গল্প লেখা। এই যে গল্প লিখতে না পারার কথা লিখতেছি, সেটা কথা ছিলনা। গল্প লিখতেই বসেছিলাম। কি লিখবো, কিভাবে লিখবো, অনেকক্ষণ ঝিম ধরে বসে থেকে, বিছানায় গিয়ে গড়াগড়ি খেলাম। বিদ্যুৎ নেই, পানি নেই, তাল নেই, মিল নেই, নেই নেইর মাঝে আমার গল্প লেখার উপাদানও নেই হয়ে আছে।
আমি আশায় থাকি, হচ্ছেনা তাতে কি? হবে একদিন! সেদিনের অপেক্ষায় প্রতিদিন চেষ্টায়রত থাকি আমি। মজার বিষয় হচ্ছে, গল্প লেখার প্রচেষ্টা বিফলে যাইনি। গল্প লেখার সেই চেষ্টা আমার কবিতায় রূপ পেয়েছে। এমন অনেক হয়েছে যে, একটি বিষয় নিয়ে গল্প লিখতে বসেছি অথচ কবিতা লিখে সে বিষয়ের সুন্দর রূপ দিয়েছি।
আমি প্রথমদিকে আশ্চার্য হতাম! এখন আর হইনা। আজও একটি গল্প লিখতে বসেছি, কোনোমতেই লেখা আসছেনা তাই অভিযোগনামা লিখতে বসেছি। নিজের বিরূদ্ধেই নিজের অভিযোগনামা। আপন আদালতেই বিচার হবে আমার, কেন আমি পারিনা? কেন হেরে যাই? কেনো গল্পে নিজেকে মেলে ধরতে পারিনা? উপায় নেই, আপন আদালতের বিবেকের সিদ্ধান্তই মেনে নিতে হবে আমাকে। আর যাই হোক, গল্প লিখতে পারতেই হবে আমাকে।
আমি শিক্ষা পেয়েছি, স্রষ্টা আমাকে শিক্ষা দিয়েছেন, অনেক ঘটনা-উপঘটনা ও দুর্ঘটনার দ্বারা। কত ঘটনা, কত দুর্ঘটনা জমে আছে স্মৃতির পাতায়! তা লিখতে না পারলে পৃথিবীর সাথে প্রতারণা করা হবে। আমার পৃথিবীর মানুষদেরকে বঞ্চিত করা হবে। স্রষ্টার দেয়া লেখনী গুণ অবশ্যই আমাকে সদ্ব্যবহার করতে হবে। নয়তো পরকালের বিচারে আমি ফেঁসে যাবো।
তাই আবার লিখতে বসেছি আমি নিরালায়! তাকিয়ে আছি আমি আকাশের ঠিকানায়। আমি বুঝেছি, শুধু কোশেশেই লেখা আসেনা, সুলেখা আসে স্রষ্টার ইশারাতে। কুলেখা আসে শয়তানের প্ররোচনাতে। আমি আল্লাহমুখী, হে আল্লাহ! আমাকে তুমি লেখার শক্তি দাও। লেখালেখির ক্ষেত্রে নফস ও শয়তানের সুক্ষ্ম ফাঁদ থেকে আমাকে বাঁচাও। আমার কলমে তুমি এমন হিম্মত দাও, যা আমাকে অবিরত নিয়েজিত রাখবে সত্যের সংগ্রামে। আমার কলমে তুমি সেই তুফান দাও, যেই তুফানে ধ্বংস নয়, কল্যাণ ডেকে আনে। যে তুফান ছুটবে মানবের উপকারের পানে।
# গল্প লেখার ক্ষেত্রে আমার জন্য কি পরামর্শ???
বিষয়: বিবিধ
১২৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন