মানুষ বহুরূপী!
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ২৪ আগস্ট, ২০১৩, ১২:০৫:০৬ দুপুর
চলছি পথেঘাটে, দিনে-রাতে,
পরিচিত হই অসংখ্য মানুষের সাথে।
দেখি কেউ বিচিত্র রংয়ের,
কেউ বিস্মিত ঢংয়ের।
কেউ আদর্শ মোনের মানুষ সুরূপী,
কেউ ক্ষণে-ক্ষণে বদলায় রূপ, বহুরূপী।
অনেককে খুব ভালো লেগে যায়,
পরিচিত হতে প্রচণ্ড ইচ্ছে হয়!
কিন্তু কি করি উপায়....?
সংকোচের বাধ ভেঙ্গে সাগ্রহে-
যখনই আপন পরিচয় দেই,
তার পরিচয় জানতে চাই!
তখন বিমুগ্ধ আমি! পথিকের আচরণে,
আবার কখনো-কখনো বেদনার্ত হই!
কেউ মিষ্টি হেসে উত্তর দেয়-
হ্যালো, হায়................!
অতপর জমে রম্মালোচনা!
আবার কারো কারো নিষ্ঠুর আচরণে পাই,
কঠিন বেদনা!
বিষয়: বিবিধ
২৩৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন