"কিছু প্রাপ্তি তৃপ্তির অশ্রু হয়ে নামে নেত্রে...!!!"
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ১১ আগস্ট, ২০১৩, ১১:৩৩:৫৯ সকাল
আমার জীবনে আনন্দের একটি বিষয় হলো এই যে, আমি মন থেকে যা চেয়েছি এবং তা পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছি এযাবত পর্যন্ত আমি তার সবই পেয়েছি। বস্তুগত জিনিস চাওয়ার পাশাপাশি বিশেষভাবে একটি বিষয় আমি সবসময়ই চাইতাম যে, হে প্রভু! আমি যেন এমন কিছু বন্ধু পাই, যারা তোমার সন্তুষ্টির জন্য তার জীবনের সবকিছু উৎসর্গ করেছে। আর আমাকেও তুমি সেই প্রাপ্তির ক্ষেত্রে যোগ্যরূপে গড়ে তোলো। আমাকে তুমি তাকওয়াবানদের কাতারে শামিল করো।
আমার সেই আকাঙ্খা আর আকুলতার কারণে দয়াময় প্রভু সেই স্বপন আমার পূরণ করেছেন। আমি আমার জীবনে এমন কিছু বন্ধু পেয়েছি, যারা আমার মনের মত। তবে আমার চেয়েও তারা অধিক খোদাভক্ত! আর এজন্য আমি খোদার দরবারে কৃতজ্ঞতায় আপ্লুত! আমি তৃপ্ত! কারণ এই ভালো বন্ধুদের উছিলায় আমার জীবন হয়েছে আরো সুন্দর ছন্দময় ও গতিময়!!!
আমি দেখেছি অনেক ফুটফুটে জীবন, খারাপ বন্ধুদের সংস্পর্শে এসে ধ্বংস হয়ে গেছে! হৃদয়ের সুঁকুমারবৃত্ত নষ্ট হয়ে গেছে। উষ্কুখুষ্কু কেশে, অগোছলো বেশে, আজ তারা উদভ্রান্তের মত ঘুরে বেড়াচ্ছে পথে-প্রান্তরে। আমার নিকট জনের মধ্যেও আছে কয়েকজন। আল্লাহ আমাকে হেফাজত করেছেন শিক্ষাঙ্গনের ঐ বেপোরোয়া ইয়ারমেটদের থেকে। সেজন্য আমি মহান প্রভুর কাছে শুকরিয়া জানাই।
কয়েকজন ভালো বন্ধু পেয়েছি শিক্ষাঙ্গন থেকে। তবে আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু পেয়েছি শিক্ষাঙ্গনরে বাইরে, মুক্তাঙ্গন থেকে। একজনের সাথে পরিচয় লেখালেখির রেশ ধরে আর একজনের সাথে পরিচয়, অন্যভাবে। সর্বশেষ কিছু বিশেষ বন্ধু পেয়েছি, যারা স্বকীয়তায় ও স্বমহিমায় সত্যিই অসাধারণ!!! তাদেরকে পেয়েছি ফেবুর কল্যাণে। আমি আমার প্রার্থনায় বন্ধুদেরকে স্মরণ করি ও দোয়া করি। তাদের সৌন্দর্য ছড়িয়ে পড়ুক এই ভুবনে এবং তাদের আলোকিত জীবনের সংস্পর্শে আলোকোজ্জ্বল হোক ঐ পথভোলা, বিভ্রান্ত পথিকের জীবন। হে আল্লাহ আমাকে যখন তাদের বন্ধু বানিয়েছো, আমরণ তাদের সাথে মহব্বত রাখার তৌফিক দিও। আর পরকালেও তাদের সঙ্গী করিও...!!!
বিষয়: বিবিধ
১৩৬০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন