কিছু কথা...
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ০৯ আগস্ট, ২০১৩, ০১:২১:২৩ রাত
বন্ধুরা আসসালামু আলাইকুম।
অনেক দিন পড়ে, আবার এলাম ফিরে। এসবি বন্ধ হওয়ার পর একাউন্ট করেছিলাম টুডেব্লগে। কিন্তু কি যে হয়েছিল আমি আজও বুঝতে পারিনি। মডুদেরকে ইমেল করেছিলাম বহুবার, কিন্তু কোনো ফল পাইনি। যাইহোকনা কেনো আমি কাউকেই দ্বোষ দিবনা। কারণ আমি জানি পৃথিবীতে একের কারণে অন্যের তেমন ক্ষতি হয়না, ক্ষতি যা হয় নিজের কারণে নিজের! আমি বিশ্বাস করি, পৃথিবীতে কেউ কারো শত্রু নয় যার যার অযোগ্যতাই তার তার শত্রু । সেই দৃষ্টিকোন থেকে আমিই আমার শত্রু ও মিত্র। আমি সাজিদ আল সাহাফ নামে পূর্বে একাউন্ট করেছিলাম বিধায় এই একাউন্টে ব্লগার শব্দটি যোগ করতে হলো। আশাকরি মডুরা এবারে আমাকে দ্রুত প্রথম পাতায় সুযোগ করে দিবেন। আর বন্ধুরা নতুন প্রত্যয়ে, স্বপ্নকে ধারণ করে, সত্যকে লালন করে, লিখে যাব, গেয়ে যাব ইসলামের জয়গান...!!!! সেই প্রত্যয়ে রফলাম এবেলায়...।
বিষয়: বিবিধ
১০৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন