আজকে বাবুর জন্ম দিন

লিখেছেন লিখেছেন বাকঝাল ১৭ মার্চ, ২০১৫, ১১:৪১:৩০ সকাল



ওলে শোনা বাবু রে

ওই দেখ কেক হাতে

ও পাড়ার দাদুরে।

জন্ম দিনে ল্যাংটা কেন

ওলে শোনা জাদু রে

দেখলে লোকে হাসবে তবে

বলবে বাবু পঁচা রে।


আহা আহা করে কি

দেখ সোফাই উঠেরে

হিসি দিয়ে কুসন চেপে

বাবু কেমন নাচে রে।

গুষ্ঠি কিলাই জন্ম দিন

কোথায় কেরাত বেতরে

পিঠের উপর পড়লে ঘা

বান্দর গাছে উঠবেরে।

বিষয়: বিবিধ

২২৫৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309451
১৭ মার্চ ২০১৫ দুপুর ১২:০৯
হতভাগা লিখেছেন :
309463
১৭ মার্চ ২০১৫ দুপুর ০১:৫৯

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File