# স্বাধীনতা তুমি
লিখেছেন লিখেছেন বাকঝাল ১৪ মার্চ, ২০১৫, ০৫:২৫:৫২ বিকাল
স্বাধীনতা তুমি শেখ হাসিনা
কান্দি কেবল আর হাসি'না।
?
স্বাধীনতা তুমি কালা বিলাই
বস্থায় বস্থায় ঘুষ খায়।
?
স্বাধীনতা তুমি পদ্মা সেতু
আবুল আবুল কাতুকুতু
?
স্বাধীনতা তুমি এরশাদ
প্রেমের নামে কামের ফাঁদ।
?
স্বাধীনতা তুমি রওশন
চামড়া বটা নষ্ট ভ্রুণ।
?
স্বাধীনতা তুমি মুন্নি শাহা
নাকের বাহার বাহা বাহা।
?
স্বাধীনতা তুমি শাহবাগ
গাজার সাথে বিরানীর ভাগ।
?
সাধীনতা তুমি ওবায়দুল কাদের
কথা কেবল নয়তো কাজের।
?
স্বাধীনতা তুমি মহসীন আলি
বিড়ির লেন্জা টানে খালি।
?
স্বাধীনতা তুমি সাহারা
কে দেবে বেডরুম পাহারা।
?
স্বাধীনতা দ্বিপু মণি
পাখনা ছাড়াই উড়াল খনি।
?
স্বাধীনতা তুমি কামরুল
টাকলা মাথায় ঢাল ঘোল।
?
স্বাধীনতা তুমি নবনিতা
মুজো বাবু বাঁধে ফিতা।
?
স্বাধীনতা তুমি কানা মিজান
দাদারে ডাকে বা'জান।
?
স্বাধীনতা তুমি নির্বাচন কমিশনার
কিছুই আর নাই বলার।
?
স্বাধীনতা তুমি যা ইচ্ছে তাই
বাকশাল যেমন দেশ চালায়।
বিষয়: বিবিধ
১৪৯০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন