# বাবু তুমি হ্যাপি করে দাও
লিখেছেন লিখেছেন বাকঝাল ১৩ মার্চ, ২০১৫, ১১:২৭:৩৩ সকাল
রিয়াদের কাজ রিয়াদ করেছে ১২৮ রান
বাবু এবার তোমার পালা সোনা জাদু প্রাণ
রুবেল রুবেল ও রুবেল শুনতে কি তুমি পাও
তুমি আবার জেগে উঠে হ্যাপি করে দাও।
হ্যাপি হতে চাই আমরা হ্যাপি হ্যাপি হ্যাপি
বাবু তুমি শুনতে কি পাও বল করে দাও ঝাপি
ষ্ট্যাম্প যেন দুমড়ে মুচড়ে খায় গড়াগড়ি
আমরা সবাই হ্যাপি হয়ে খাব হুড়মুড়ি।
শুনেছি হ্যাপি মামলা তুলে ফেবু খিলায়
আত্মহত্যার বড়ি গিলে টকশোতে যায়
কত রঙ্গ দেখবরে যাদু থাক ওসব আজ
সব্বাইকে এখন হ্যাপি করা বাবু তোমার কাজ।
বিষয়: বিবিধ
১৩১৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন