# গডমাদার
লিখেছেন লিখেছেন বাকঝাল ১২ মার্চ, ২০১৫, ০১:১১:১৮ দুপুর
ছেলেটা চুরি করে, জনতা ঘাড় ধরে
পুলিশকে দিলে পরে, পুলিশ ও দিল ছেড়ে
রাখবে কি করে, সাধ্য আছে কার
গড মাদার, ছেলের মা গড মাদার।
ছেলে করে ডাকাতি, রাম দা চাপাতি
গ্রামবাসী জেগে জেগে পাহারা দেয় রাতি
তবুও ছেলেটা হানা দেয় বার বার
গড মাদার, ছেলের মা গড মাদার।
টেন্ডার দখল করে, ধর্ষণে সেঞ্চুরি করে
ইয়াবার ব্যাবসা করে, গুম খুন সব করে
নাই আচার নাই বিচার, কিছুই যেন নাই করার
গড মাদার, ছেলের মা গড মাদার।
ছেলেটার দোষ কি? মা দেয় আসকারা
বাহবা দিয়ে বলে ছেলে আমার সবার সেরা
এমন ছেলে কোথাও খুঁজে পাবেনাতো আর
গড মাদার, ছেলের মা গড মাদার।
বিষয়: বিবিধ
১১৬৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন