কার্ণিশে একা বসে কাক
লিখেছেন লিখেছেন বাকঝাল ১০ মার্চ, ২০১৫, ০১:৩৮:২১ দুপুর
আমি দেখি তোকে উঠোনে বা ছাদে
যেখানেই তুই থাক
বসন্তে কুকিলে কুহু কুহু ডাকে
কার্ণিশে একা বসে কাক।
তুই কি আমাকে কাজের ফাঁকে ফাঁকে
দেখতে কি তুইও পাস
আমি একা ঘরে পায়চারি করে
লোডশেডিং এর গরমে হাসফাস।
আমি একা একা কত কি দেখা
খালি পেটে একা শুয়ে থাকা
পড়ে আছে হাড়ি বল কি করি
মাসের শেষে পকেট যে ফাঁকা।
তোর নীল শাড়ী সদ্য কেনা গাড়ি
সারপ্রাইজ ছিল গত মাসে
তোর বর নাকি করে চালাকি
আজও ফের যায়নি অপিষে।
আমি একা একা, একা শুয়ে থাক
দেখি সব দু'চোখটা বুজে
আমি একা এক, কত কি'যে দেখা
চোখ খুললেই পাইনা আর খুঁজে।
বিষয়: বিবিধ
১৪০৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন