# বিচার তোমার হতেই হবে
লিখেছেন লিখেছেন বাকঝাল ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:০৭:৪০ দুপুর
যেখানেই যাও তুমি শত সহস্র মাইল দূরে
সাতান্নটা প্রাণ দেখবে তুমি ঘুরে ফিরে
ছাড়ছেনা তোমাকে, কোন মতেই ছাড়ছেনা
পিলখানা পিলখানা পিলখানা পিলখানা।
যে রূপেই থাক তুমি মানব কিংবা দানবে
যত শক্তি হোক তোমার অসূরের সৌরভে
পাচ্ছনা রেহায় তুমি, কোন মতেই পাচ্ছনা
পিলখানা পিলখানা পিলখানা পিলখানা।
জ্যান্ত হোক মৃত হোক, পঁচে গলে পোকা হোক
হোক শষাণ-কবর হোক, যেভাবেই ছক করা হোক
হচ্ছেনা অবসান, সাতান্নটা প্রাণ কিছুতেই ছাড়ছেনা
পিলখানা পিলখানা পিলখানা পিলখানা।
বিচার তোমার হতেই হবে, হোক যেখানে যেভাবে
শত সহস্র বছর পর হলেও কাটগড়াতে তোমাকে দাঁড়াতেই হবে
এই মাটির সাথে বেঈমানির প্রতিদান তুমি এড়াতে কোনমতেই পারছনা
পিলখানা পিলখানা পিলখানা, পিলখানা তোমাকে ছাড়ছেনা।
বিষয়: বিবিধ
১২৩২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন