# লাল দেয়াল ডাকছে তোকে

লিখেছেন লিখেছেন বাকঝাল ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:০২:৫৬ দুপুর





লাল দেয়াল ডাকছে তোকে

আয়রে মান্না আয় আয় আয়।


আর না টকশো আর না

ডিসিসি নির্বাচন তাও না।

নাগরিক ঐক্যের যন্ত্রনা

সরকার আর সইছেনা।

যারা তোমায় সাহস দিয়েছে দেখবে এবার নাই।



লাল দেয়াল ডাকছে তোকে

আয়রে মান্না আয় আয় আয়।


কে বলেছে ভাবতে ভাল দেশের

কে বলেছে কর প্রতিবাদ ত্রাশের।

ড. কামাল তল পেলনা

তুমি মান্না কোন শেয়ানা।

আওয়ামিলীগ ছাড়লে পরে আর চেতনার অধীকার নাই।



লাল দেয়াল ডাকছে তোকে

আয়রে মান্না আয় আয় আয়।


বাঘে ধরলে ছাড়তে পারে হাসিনা কিন্তু ছাড়েনা

সুরঞ্জিত বিলাই বলল যখন কেন তুমি বুঝলেনা।

কেন তুমি বারে বারে ভুল করেছ ফোন ধরে

কোন সে সেনা নাম জাননা কইলে কথা আপন করে।

বুঝবে এবার সুবোধ থাকার কোন মূল্য নাই।



লাল দেয়াল ডাকছে তোকে

আয়রে মান্না আয় আয় আয়।

বিষয়: বিবিধ

১০৯২ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305739
২৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:০৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৩
247378
বাকঝাল লিখেছেন : খুবই ধন্যবাদ নেবেন
305751
২৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪০
যা বলতে চাই লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৩
247379
বাকঝাল লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ জানবেন
305754
২৩ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:০২
হতভাগা লিখেছেন : লাল দেওয়ালের সৌভাগ্য
মান্নার হয়ত হবে না
সেখানে যারা যায়
তারা আর সাধারন নেতা থাকে না
২৩ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৩
247380
বাকঝাল লিখেছেন : কি জানি বাপু Good Luck Good Luck
305772
২৩ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৪৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
247396
বাকঝাল লিখেছেন : আপু খুবই ধন্যবাদ জানবেন
305788
২৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মান্না
এবার করো কান্না!
২৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
247407
বাকঝাল লিখেছেন : চলবে শুধু
কিছুতেই থামবেনা
305857
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:৩৫
সাদাচোখে লিখেছেন : কি আশ্চর্য স্বার্থপর জীব আমরা।

ন্যায়ের পক্ষে কথা বলে - কেউ যখন অন্যায়ের শিকার হয় - পাবলিকলী আমরা আর তার পক্ষে থাকতে পারিনা।

তো এ জাতির দাসত্ব ঘুচাবে কিভাবে?

মাহমুদুর রহমান কে দেখলাম
পিয়াস করিমকে দেখলাম
আর আজ মাহমুদুর রহমান মান্নাকে দেখছি


২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:১০
247566
বাকঝাল লিখেছেন : এই ব্যাপারটা বুঝেনা অনেকে

শিবির মারা পড়লে প্রশ্ন করে শিবির করে কেন? রাস্তায় গেল কেন, হরতাল ডাকল কেন এসব প্রশ্ন, দূর্বর এর দোষ সব
305891
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৫৮
মানবাধিকার চা্ই লিখেছেন : ন্যায় অন্যায় বোঝার মত ক্ষমতা মানুষের থাকে । পশুত্ব বরণকারী মানুষরুপি গৃহপালিত পশুদের কাছে ন্যায় অন্যায়ের কখা বলে লাভ নেই ।
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:১০
247567
বাকঝাল লিখেছেন : দানব এরা, পশু অনেক ভাল আছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File