# ছল করে আর জল ফেলনা তুমি
লিখেছেন লিখেছেন বাকঝাল ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:৪৪:৫৮ সন্ধ্যা
কাঁদেতে নাকি জানেনা বু
কে বলেছে ভাই
এই দেখনা ক্যামরা পেলে
কেমন কেঁদে যায়।
কান্না শেষে মুচকি হাসে
মিছে কান্না তাই
এমন কান্না আর কেঁদনা
যদি হাসি পায়।
শিয়াল কাঁদে মুরগীর জন্য
যদি খিদে পায়
কুকুর কাঁদে গলায় যখন
হাড় আটকে যায়।
কান্নার অনেক ধরন আছে
যদি বুঝা যায়
সাগর রুনি খুন হলে
কান্না কাটি নাই।
ধামা দিয়ে মারল কুপ
বিশ্বজিৎ আর নাই
তখন তোমার গ্লিসারিনের
কান্না কোথায় যায়?
আর কেঁদনা ছিচ কাঁদুনি
কাঁদতে যদি চাও
দেশটা তোমার আঁচলে বন্দি
মুক্ত করে দাও।
বিষয়: বিবিধ
৯৪২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাসি পায় খুব
তাই আমি লিখে যায়
টুপ টাপ টুপ
দেখিয়েন দিদি আবার আপনাকেই না পিপার স্প্রে দেয়।
আমি একটু ঝাল
তাই বলেকি বুবু
করবে নাজেহাল???
মন্তব্য করতে লগইন করুন