টাইগার VS মেনকি বিড়াল
লিখেছেন লিখেছেন বাকঝাল ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:০৫:১৩ বিকাল
চলছে ব্যাট তামা তামা
হচ্ছে বল ঘষে ঝামা
উঠছে জ্বলে বাংলার বাঘ
ভারত বলে বাপরে বাপ
চার ছক্কায় চলছে ঝারি
ছুটছে বল বাউন্ডারী
রয়েল বেঙ্গল টাইগার এবার
গর্জে উঠে মাঠ তোলপাড়
কইরে শচীন শেবাগ কই
গরম কড়াই ফুটছে খই
চলছে যে ব্যাট তামা তামা
কাজ হবেনা ডাকলে মামা
কোপা মুসফিক কোপাতে থাক
হাড্ডি মাংস যেখানেই যাক
আমরা আছি দিচ্ছি তালি
নিসনা কানে দাদার গালি
ক্ষোভটা দাদা ঝাড়ল শেষে
জয়পুর হাট সীমান্তে এসে
কৃষক আমার লাশটা ফেলে
শোধটা নিলি দানব বেশে
জানিতো তুই ঠিকই এমন
তোর স্বভাবে লংকা রাবন
হরণ করাই তোর কাজ
থ্যু মারি তাই সকাল সাঁঝ
বিষয়: বিবিধ
১০৪০ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওরা ১ উইকেটে অস্ট্রেলিয়ার ৩৫০ রান পার হয়ে গিয়েছিল ৪/৫ ওভার হাতে রেখেই । একই সিরিজে ৩৫৯ রানও ।
কোহলি,শিখর , রোহিত এরাই খেলা ফিনিশ করে দিবে ।
ভারত ভাল চেজ করে । কোহলি চেজিং মাস্টার ।
বাংলাদেশের পেসাররা যদি খুব ভাল বল করে তাহলে না হয় খেলা জমে উঠবে।
মন্তব্য করতে লগইন করুন