আহা বেশ বেশ বেশ
লিখেছেন লিখেছেন বাকঝাল ১৯ অক্টোবর, ২০১৩, ০১:৩১:১৩ দুপুর
পুরানা মাল নতুন বোতলে
আহা বেশ কাসুন্দি
ছিপি খুলে গন্ধ ভুলে
গুণ গাইলেন হমুন্দি
ঠাড়ায় পড়ে বগা মরে
ঝেড়ে দিলেন বেশ
কোরবানীর গরু সূলভ মূল্যে
কন্যার দয়া বিশেষ
আহা বেশ বেশ বেশ
শেখের মাইয়ার প্রেমের জালা
হয়না তবু শেষ
সর্বহারা হায় বেচারা
আঁখি টলটল
পঁচাত্তর এর সেই বয়ান
আবার ঝেড়ে দিল
প্রতিশোধের সেই আগুণ
হয়না তবু শেষ
ক্ষমতা তাই আবার চাই
সমঝোতা তাই কাসুন্দি বিশেষ
আহা বেশ বেশ বেশ
শেখের মাইয়ার প্রেমের জালা
হয়না তবু শেষ
আই পাস বাই পাস
টাইম পাস কন্যার
সমঝোতা টমঝোতা
ক্ষমতার ধান্দার
এক এগার দেয় আবারো
উকি-ঝুকি বেশ
আবারো সেই হুলি খেলা
লগী বৈঠার রেশ
আহা বেশ বেশ বেশ
শেখের মাইয়ার প্রেমের জালা
হয়না তবু শেষ
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন