চল যাই পালিয়ে
লিখেছেন লিখেছেন বাকঝাল ০১ অক্টোবর, ২০১৩, ০৮:০৫:২৭ রাত
একটাই পথ ফাঁকা
যদি বলে সাকা
শুনো গো মোর ইয়ে
চল যাই পালিয়ে।।
ভুল হয়ে গেছে ভুল
সেই দিন মাথায় ছিল গন্ডগোল
যেদিন তোমাকে ফিরিয়ে দিলাম
তখন কি আর ভেবেছিলাম!
কি লাভ বল আর কথা বাড়িয়ে
চল যাই পালিয়ে।।
কথা দাও আমায় তুমি
খাবেনা আর পাগলা পানি
লোকে তোমায় বলবে ছি:
ছেড়ে দাও ওসব, আমিতো আছি।
আমিও ঘর সংসার ছেড়ে দিয়ে
চল যাই পালিয়ে।।
এসো আবার দুজনে
হারিয়ে যায় বিজনে
ট্রাইবুনাল নেই যেখানে
যাব আমরা সেখানে।
এসো আমার ইয়ে
চল যাই পালিয়ে।।
বিষয়: বিবিধ
১৪৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন