চল যাই পালিয়ে

লিখেছেন লিখেছেন বাকঝাল ০১ অক্টোবর, ২০১৩, ০৮:০৫:২৭ রাত



একটাই পথ ফাঁকা

যদি বলে সাকা

শুনো গো মোর ইয়ে

চল যাই পালিয়ে।।

Cheer

ভুল হয়ে গেছে ভুল

সেই দিন মাথায় ছিল গন্ডগোল

যেদিন তোমাকে ফিরিয়ে দিলাম

তখন কি আর ভেবেছিলাম!

কি লাভ বল আর কথা বাড়িয়ে

চল যাই পালিয়ে।।

Cheer

কথা দাও আমায় তুমি

খাবেনা আর পাগলা পানি

লোকে তোমায় বলবে ছি:

ছেড়ে দাও ওসব, আমিতো আছি।

আমিও ঘর সংসার ছেড়ে দিয়ে

চল যাই পালিয়ে।।

Cheer

এসো আবার দুজনে

হারিয়ে যায় বিজনে

ট্রাইবুনাল নেই যেখানে

যাব আমরা সেখানে।

এসো আমার ইয়ে

চল যাই পালিয়ে।।

বিষয়: বিবিধ

১৪৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File