হিরক রাজার দেশে
লিখেছেন লিখেছেন বাকঝাল ০১ অক্টোবর, ২০১৩, ০৩:৩২:৪১ দুপুর
রায়টা আগে হোক বিচারটা পরে
টুটিটা টিপে ধর যদি রা করে
ইহা একটি বিশেষ ট্রাইবু্নাল
বাহারি রায় হবে টক মিষ্টি ঝাল
দিনকে রাত কর, রাতকে দিন
দুই এর পর চার গুনো ফেলে রেখে তিন
বিয়ে যদি না করে পুরোনো প্রেমিক
মামলাটা টুকে দাও পিক অফপিক
প্রেম কি এতই সহজ মন যদি চাই
সবকিছু ছুড়ে ফেলে চলে যাওয়া যায়!
ধরে ধরে দাউ পুরে গারদের ফাঁকে
যদি কেউ দেশ প্রেমে বুদ হয়ে থাকে
আগেইতো বলেছি আমাদের ট্রাইবুনাল
রায়টা আজ হবে বিচারটা কাল
যদি শুনে কারো মুখে পেয়ে যায় হাসি
বিশেষ ধারায় তাকে ঝুলিয়ে দাও ফাঁসি
বুঝুক ঠেলা, কোন চেলা ঠাট্টা মশকারা করে
হিরক রাজার সৈন্য সামন্ত নিয়ে আসবে ধরে
রাজার আদেশ শিরোধার্য আইন আদালত মিছে
রয়ে সয়ে বাঁচতে চাইলে লেগনা রাজার পিছে
বিষয়: বিবিধ
১৬৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন