জুতা কাহিনি
লিখেছেন লিখেছেন বাকঝাল ১১ সেপ্টেম্বর, ২০১৩, ১২:১৬:৩৩ রাত
জুতার কি হল কি জানি!
ইজ্জত নিয়ে টানা টানি
থাকতে চায়না আর পায়ে
উঠতে চায় কেবল গায়ে
নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান
প্রথম জুতাটা তিনিই খান
কি চমৎকার উড়ে উড়ে
জুতার ঠিকানা মন্ত্রীর ঘাড়ে
পরের ঘটনা কিংবা রটনা
জুতা খজেঁ ইনুর ঠিকানা
বেঁচারা পড়ি মরি মরি
টয়লেটের কমডে পড়ল ঘুরি
এবার শুনুন আসল কথা
যৌন হয়রানির দায়ে ছাত্রলীগ-নেতা
ছাত্রী আর শিক্ষক-শিক্ষিকারা মিলে
ইচ্ছে মতন জুতিয়ে দিলে
ভাবছি বসে কি হল হায়
জুতা কেন আম্লিক খুজেঁ ভাই!
অবশেষে আসল বুঝে অবুঝ মনেতে
কুত্তার লেজ হয়না সোজা চোংগাতে
আয় জুতা আয়, যাকে যেখানে মানায়
আম্লিকের জুতা ছাড়া অন্য উপায় নাই
জুতার উপর রাখতে তাকে একটু সোজ হয়
যদিও কুত্তার লেজ কখনো সোজা হবার নয়
বিষয়: বিবিধ
১৪০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন